আজকাল ওয়েবডেস্ক: এক কিশোরী ভক্তের সঙ্গে দেখা করলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন হিটম্যান। রয়েছেন শুধু ওয়ানডে ক্রিকেটে। সেই ফরম্যাটেও রোহিত কত দূর খেলবেন তার কোনও নিশ্চয়তা নেই। তার মাঝেই আরও এক বার মন জিতে নিলেন রোহিত শর্মা। এক কিশোরী ভক্তের সঙ্গে দেখা করলেন তিনি। তাঁকে এক বিশেষ উপহারও দিয়েছেন রোহিত।
জানা গেছে, এক ভক্ত রোহিতের ছবি এঁকে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন। তিনি জানান, রোহিতের সঙ্গে দেখা করে সেই ছবি তিনি উপহার দিতে চান। কোনও ভাবে সেই খবর পৌঁছেছিল রোহিতের কাছে। কিশোরীকে তিনি নিজেই ডেকে পাঠান। তাঁর সঙ্গে দেখা করেন। কিশোরীর আঁকা ছবি রোহিতের খুব পছন্দও হয়। তবে ছবিটি নেননি তিনি। তাতে সই করে কিশোরীকেই সেটি উপহার হিসাবে ফিরিয়ে দিয়েছেন। রোহিত লিখেছেন, ‘অনেক ভালবাসা ও শুভেচ্ছা।’
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিশোরী ভক্ত ভাবতে পারেননি, রোহিত তাঁকে ডেকে পাঠাবেন। রোহিতের সঙ্গে দেখা করার পর নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না তিনি। রোহিত তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলেন। শেষে নিজের ছবিতে সই করে সেটাই উপহার দেন তিনি। প্রিয় তারকার কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন কিশোরী।
আরও পড়ুন: গম্ভীরকে তীব্র আক্রমণ বাংলার ক্রিকেটারের, বললেন, 'ও একটা ভণ্ড, পদত্যাগ কেন করছে না?'
প্রসঙ্গত, গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত। চলতি বছর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দেন তিনি। এখন বাকি শুধু এক দিনের ক্রিকেট। ২০২৭ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য রয়েছে তাঁর। তবে সেই লক্ষ্য পূরণ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার মাঝেই এক ভক্তের আশা পূর্ণ করলেন রোহিত। মন জিতে নিলেন কিশোরী ভক্তের।
এদিকে, টেস্ট ক্রিকেট থেকে কেন তিনি সরে গেলেন তা এতদিনে খোলসা করেছেন রোহিত। যদিও রোহিত সরাসরি অবসরের কারণ জানাননি ঠিকই। তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন। রোহিত জানিয়েছেন, তাঁর শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছেন। রোহিতের কথায়, ‘টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিক ভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।’
আরও পড়ুন: শচীনের একটা প্ল্যানই বদলে দিয়েছিল ২০১১ বিশ্বকাপ ফাইনালের ভাগ্য, এতদিনে এল প্রকাশ্যে ...
রোহিত এই প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন। বলে দিয়েছেন, ‘আমরা মুম্বইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেটে খেলা শুরু করি। তখন দু’–তিন দিন ধরে খেলাগুলো চলত। তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে কোনও অসুবিধা হয়নি।’
