আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার দেশের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। ক্যাঙ্গারুদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলবে রো-কো জুটি। বুধবার স্যার ডন ব্র্যাডম্যানের দেশে পাড়ি দেবে ভারতীয় দল। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা যায় রোহিত শর্মাকে। দিল্লিতে দলের বাকিদের সঙ্গে যোগ দিতে রওনা হলেন হিটম্যান। তাঁকে দেখে যথেষ্ট ফিট মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অনেকটাই ওজন ঝরিয়েছেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিরাট এবং রোহিত। ফাইনালে ম্যাচের সেরা হন জোড়া আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৩ বলে ৭৬ রান করেন। শুভমন গিল দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নীল জার্সিতে নামবেন রোহিত। 

সম্প্রতি শিবাজী পার্কে মুম্বইয়ের প্রাক্তন সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ট্রেনিং সেশনে অংশ নেন। প্রাক্তন অধিনায়কের প্র্যাকটিস দেখতে জমায়েত হয়েছিল ফ্যানরা। অনুশীলন চলাকালীন নিজের সিগনেচার পুল এবং কাট শটের প্রদর্শন করেন রোহিত। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাট করেন হিটম্যান। স্যুপ শটও মারতে দেখা যায়। বিভিন্ন রিপোর্টে জানা যায়, রোহিতের শটে ক্ষতিগ্রস্থ হয় তাঁর নিজের ল্যামবরগিনিই। অল হার্ট ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেন অঙ্গকৃষ রঘুবংশী সহ বিভিন্ন স্থানীয় প্লেয়ারও। দু'বার নেটে ব্যাট করতে দেখা যায় তাঁকে। শেষ দুই বছরে দুটো আইসিসি ট্রফি জেতেন রোহিত। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। শুভমনের হাতে নেতৃত্বের ব্যাটন যাওয়ার পর এই প্রথম একদিনের ক্রিকেটে নামবেন রোহিত। 

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জোরদার প্রস্তুতি শুরু করে দেন রোহিত। আইপিএলের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হিটম্যান। কিন্তু নিজেকে ব্যস্ত রেখেছেন একদিনের ক্রিকেটে ভারত অধিনায়ক। প্রত্যাবর্তনের আগে ওজন ঝরানোর আপ্রাণ চেষ্টা করেন। রোহিতের সঙ্গে ভাল সম্পর্ক টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের। আগে বেশ কয়েকবার প্র্যাকটিসের জন্য তাঁর সাহায্য নেন ভারতীয় তারকা। কয়েকদিন আগে রোহিতের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিষেক। জানান, ১০ কেজি ওজন কমিয়েছেন হিটম্যান। সেই ছবি দেখলে রোহিতকে চেনাই যাবে না। ইনস্টাতে অভিষেক লেখেন, '১০০০০ গ্রাম পরে। আমরা আরও চেষ্টা করব।' পোস্টে রোহিতকে ট্যাগ করেন অভিষেক। এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রোহিতকে দেখবে ভক্তরা।