আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ের পর দেড় মাসের বেশি কেটে গিয়েছে। মাঝে অনেক জল বয়ে গিয়েছে। মেয়াদ ফুরিয়েছে রাহুল দ্রাবিড়ের। তাঁর উত্তরসূরি হিসেবে কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম সিরিজে হারের মুখে দেখতে হয়েছে। তারমধ্যে হঠাৎই আবার টি-২০ বিশ্বকাপের দিনগুলোতে ফিরে গেল ভারতীয় দল। নির্দিষ্টভাবে রোহিত শর্মা বলা যায়। টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনয়ক মন্দিরে গেলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের সঙ্গী বোর্ড সচিব জয় শাহ।
চলতি বছরের ২৯ জুন দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। বিশ্বকাপজয়ী দল দেশে ফেরার দিন গ্র্যান্ড অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ক্রিকেটাররা। মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় রোহিত শর্মা, বিরাট কোহলি সহ গোটা ভারতীয় দলকে। সেখানে সংবর্ধনা জানানো হয়। সেই থেকেই মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে রাখা ছিল ট্রফি। সেই ট্রফি নিয়ে বুধবার মন্দিরে গেলেন রোহিত শর্মা এবং জয় শাহ। তাঁরা মন্দিরে পুজো দেন। মূর্তির সামনে ট্রফি রেখে ফটোও তোলা হয়। মাথায় তিলক কাটা ছিল ভারত অধিনায়ক এবং বোর্ড সচিবের। হাসিমুখে পোজ দেন দু'জনেই। ভারতীয় ক্রিকেটের আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনাও করেন।
