আজকাল ওয়েবডেস্ক: পারথে চমকে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। কিন্তু অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে যশস্বীর ব্যাট নিজের নামের প্রতি সুবিচার করেনি। অ্যাডিলেড থেকে ব্রিসবেন রওনা হওয়ার আগে বিতর্কের কেন্দ্র তিনিই। ঠিক সমে পৌছতে না পারায় যশস্বীকে ছাড়াই বিমানবন্দর রওনা হল ভারতের টিমবাস। 

১৪ তারিখ থেকে ব্রিসবেনে হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। অ্যাডিলেড থেকে ভারতের নতুন ঠিকানা ব্রিসবেন। কিন্তু ব্রিসবেন রওনা হওয়ার সময়েই যশস্বী দেরি করে ফেলেন। তিনি দেরি করায় টিম বাসে উঠতে পারেননি। পরে ভারতের ওপেনিং ব্যাটার অবশ্য বিমানবন্দরে পৌঁছন। আরেকটু হলেই ব্রিসবেন যাওয়ার বিমানে উঠতে পারতেন না তিনি। 

সূত্রের খবর অনুযায়ী, কোচ গৌতম গম্ভীর, মুখ্য নির্বাচক অজিত  আগরকর, অধিনায়ক রোহিত শর্মা-সহ গোটা দল হোটেলের লবিতে অপেক্ষা রছিল টিম বাসের। যশস্বী দেরি করেন না। কিন্তু এদিন তিনি নির্দিষ্ট সময়ে লবিতে পৌঁছতে পারেননি। 

যশস্বী দেরি করায় অধিনায়ক রোহিত শর্মা রেগে যান। বাস  থেকে নেমে যশস্বীকে খুঁজে দেখার নির্দেশ দেন হিটম্যান। ম্যানেজার ও দলের নিরাপত্তা আধিকারিকও  বাস থেকে নেমে এসে নিজেদের মধ্যে কথাবার্তা বলেন। যশস্বীকে ছাড়াই টিম বাসে টিম হোটেল ছেড়ে বিমানবন্দরে রওনা হয় টিম ইন্ডিয়া। 

নির্ধারিত সময়ের প্রায় কুড়ি মিনিট পরে লবিতে নেমে আসেন যশস্বী। এসে দেখেন টিম বাস তাঁকে ছাড়াই বেরিয়ে গিয়েছে। টিম ম্যানেজমেন্ট অবশ্য যশস্বীর জন্য আলাদা গাড়ির বন্দোবস্ত করে। দলের সিনিয়র সিকিউরিটি অফিসার যশস্বীকে নিয়ে বিমানবন্দরে  পৌঁছন। 

সিরিজের ফলাফল এখন ১-১। সবার নজরে ব্রিসবেনের তৃতীয় টেস্ট।