আজকাল ওয়েবডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে নেমে নতুন ইতিহাস গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ম্যাচ শুরুর আগে রোহিতের নামের পাশে ছিল ৮৯৯৯ রান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম রান করার সঙ্গে সঙ্গেই তিনি ৯০০০ রানের ক্লাবে প্রবেশ করেন। ৩৭ বছর বয়সী এই ব্যাটার বিশ্বের ষষ্ঠ ওপেনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। রোহিতের আগে এই তালিকায় ছিলেন শচীন তেন্ডুলকার (১৫৩১০), সনৎ জয়সূর্য (১২৭৪০), ক্রিস গেইল (১০১৭৯), অ্যাডাম গিলক্রিস্ট (৯২০০) এবং সৌরভ গাঙ্গুলির (৯১৪৬) মতো কিংবদন্তিরা।

 

 রোহিত মাত্র ১৮১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। শচীন তেন্ডুলকারের (১৯৭ ইনিংস) রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছেন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি ২৬১ ইনিংসে ১১,০০০ ওডিআই রানের ক্লাবে প্রবেশ করেছেন। রোহিতের আগে শুধুমাত্র বিরাট কোহলিরই এই রেকর্ড ছিল। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিধ্বংসী ফর্মে রয়েছেন রোহিত। ওপেন করতে নেমে শুরুতেই বোলারদের ওপর চাপ তৈরি করা, দলের রান বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হিটম্যানের। উল্লেখ্য, এদিন সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপে পাকিস্তান তুলেছে ২৪১। ভাল শুরু করেও মিডল ওভারে ভারতীয় স্পিনার এবং হার্দিকের কৃপণ বোলিংয়ে আটকে গেলেন পাক ব্যাটাররা।

 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রিজওয়ান। বাবর আজম এবং ইমাম উল হক ৪১ রানের পার্টনারশিপ গড়েন। বাবরকেন আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন হার্দিক। কিছুক্ষণের মধ্যেই রান আউট হয়ে ফিরে যান ইমামও। তবে রিজওয়ান এবং শাকিল ম্যাচের হাল ধরেন। ১০০ রানের পার্টনারশিপ গড়লেও রান তোলার গতি ছিল অত্যন্ত স্লথ। পরিসংখ্যান বলছে মাঝের ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছে পাকিস্তান। লাইন লেংথ বজায় রেখে টানা বল করে গিয়েছেন অক্ষর-জাদেজা-কুলদীপরা। এদিনের সবথেকে সফল বোলার কুলদীপ যাদব। ন’ওভারে ৪০ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি। হার্দিক নিয়েছেন দুটি, সামি বাদে বাকি বোলাররা নিয়েছেন একটি করে উইকেট।