আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিল, ঋষভ পন্থের শতরানে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রানের পাহাড় গড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান করার পর রোহিত শর্মা ইনিংস ঘোষণা করেন। ৫১৫ রানে লিড নেয় ভারত। দুই দিনের বেশি বাকি থাকা সত্ত্বেও এই রান ডিফেন্ড করার আত্মবিশ্বাসের প্রশংসা করতেই হবে। রোহিতের ইনিংস ডিক্লেয়ার করার সময় শুভমন গিল ১১৯ রানে ব্যাট করছিলেন। রাহুলের রান ছিল ২২। অনেকেই মনে করছেন, রাহুলকে আরও কিছুটা সময় দিতে পারতেন রোহিত। কারণে ফর্মের ধারেকাছে নেই তিনি। হাতে দুই দিনেরও বেশি সময় থাকায়, তৃতীয় দিনের পুরোটাই ব্যাট করতে পারত ভারত। অনেকেই এমন মনে করছে। কিন্তু ভারত অধিনায়কের এই সিদ্ধান্তকে সমর্থন করলেন ঋষভ পন্থ। তিনি জানান, রোহিত ইনিংস ঘোষণা করার কথা এক ঘন্টা আগেই জানিয়ে দেন। যখন পন্থ এবং গিল ব্যাট করছিল। 

পন্থ বলেন, 'আমরা যখন মধ্যাহ্নভোজের বিরতিতে যাই, ইনিংস ঘোষণা নিয়ে আলোচনা চলছিল। রোহিত ভাই বলে, আরও এক ঘন্টা আমরা ব্যাট করব। যার যত রান করার করে নাও। এটা শোনার পর আমি দ্রুত রান তোলার মানসিকতা নিয়ে নামি। কে বলতে পারে, ১৫০ রান হয়ে যেতে পারত।' এর থেকেই পন্থ বুঝিয়ে দেন, রোহিতের ইনিংস ঘোষণার সঙ্গে রাহুলকে সময় দেওয়ায় কোনও সম্পর্ক নেই। ম্যাচের পর ঋষভ পন্থের ভূয়সী প্রশংসা করেন রোহিত। মর্মান্তিক দুর্ঘটনার পর টেস্টে ফিরেই শতরান, কুর্নিশ জানাতেই হবে ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে।