আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডবলসে যাত্রা শেষ রোহন বোপান্নার। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি। রবিবার রাতে নিউইয়র্কে ১-৬, ৫-৭ সেটে আর্জেন্টাইন জুটি ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মল্টেনির কাছে হারে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। ১ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে আত্মসমর্পণ করেন বোপান্নারা। কোনও প্রতিরোধ গড়তে পারেনি। প্রথম সেটে দাঁড়াতেই পারেনি তাঁরা। ১-৬ এ জিতে এগিয়ে যায় আর্জেন্টাইন জুটি। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তনের চেষ্টা করেন বোপান্না-এবডেন। লড়াই করে ৫-৭ এ হারেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন ইন্দো-অজি জুটি। ৪৪ বছরের বোপান্না ডেভিস কাপ থেকে অবসর ঘোষণা করেছেন। পরের জানুয়ারিতে আবার অস্ট্রেলিয়ান ওপেনে তাঁকে দেখা যাবে কিনা সেটাই প্রশ্ন। 

পুরুষদের ডবলস থেকে বিদায় নিলেও যুক্তরাষ্ট্র ওপেনে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি বোপান্নার। মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পার্টনার আলডিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে নামবেন তিনি। প্রি-কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইয়ে তাঁরা হারান অস্ট্রেলিয়ার জন পিয়ার্স এবং ক্যাটরিনা সিনিয়াকোভাকে‌‌। সবচেয়ে মজার বিষয় হল, এবার বোপান্নার মুখোমুখি তাঁর ডবলস পার্টনার এবডেন। চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেজসিকোভার সঙ্গে জুটি বেঁধে নামবেন তিনি। মিক্সড ডাবলসে চতুর্থ বাছাই তাঁরা।