আজকাল ওয়েবডেস্ক: কুলদীপ যাদবের টেস্ট কেরিয়ার বাঁচাতে পরামর্শ দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা।
সদস্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে দলে থাকলেও কুলদীপ যাদব একটা টেস্টেও নামেননি। তাঁকে নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটাররাও। কিন্তু গৌতম গম্ভীর সেই সব মন্তব্যে সাড়া দেননি।
২০১৭ সালে কুলদীপের টেস্ট অভিষেক হয়েছিল। তার পর থেকে ১৩টি টেস্ট ম্যাচ তিনি খেলেন। গতবছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন বাঁ হাতি স্পিনার।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল তারকা রশিদের প্রেরণা ছিলেন, ইজরায়েলের গুলিতে অকালেই চলে গেলেন 'প্যালেস্তাইনের পেলে'
এই সিরিজের ফলাফল হয়েছে ২-২। ভারত যদি সিরিজ হেরে চলে আসত বিলেত থেকে তাহলে গৌতম গম্ভীর ও শুভমান গিল সমালোচিত হতেন কুলদীপকে না খেলানোর জন্য। কিন্তু সিরিজ ২-২ করে ফেরার পরে মনে হচ্ছে কুলদীপের পক্ষে টেস্টে দলে জায়গা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ ওয়াশিংটন সুন্দর এবারের সিরিজে সফল। ম্যানচেস্টারে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সুন্দর। ওভালে হাফ সেঞ্চুরি করেন তিনি। ওভালে শেষ উইকেটে প্রসিদ্ধ কৃষ্ণকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সুন্দর। অনেকেই বলছেন, ওই সময়ে সুন্দর যদি ব্যাট হাতে রুখে না দাঁড়াতেন তাহলে ভারতের হাতে রানের পুঁজি আরও কম হত। সিরিজে ওয়াশিংটন সুন্দর ২৮৪ রান করেন। বল হাতে সাতটি উইকেট নেন তিনি।
ভবিষ্যতে দলে যাতে ঢুকতে পারেন, সেই কারণে কুলদীপকে ব্যাটিং নিয়ে পড়তে বললেন উত্থাপ্পা। যে ভাবে জাতীয় দলে ঢোকার প্রতিযোগিতা বেড়ে গিয়েছে, তাতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের উপরেও জোর দিতে হবে কুলদীপকে। উত্থাপ্পা বলছেন, ''কুলদীপ বল হাতে দুর্দান্ত। তবে ব্যাটিংয়ে ওর সীমাবদ্ধতা রয়েছে।''
দেশের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দেখে শিখুন কুলদীপ, এই পরামর্শ ভেসে আসছে উত্থাপ্পার তরফ থেকে। দেশের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ''অশ্বিনের পাঁচ-ছ'টা সেঞ্চুরি রয়েছে। লোয়ার ব্যাটিং অর্ডার অর্থাৎ আট বা ন'নম্বরে নেমে কুলদীপ যদি অশ্বিনের মতো ব্যাটিং করে সেঞ্চুরি করতে পারে, তাহলে আরও বেশি টেস্ট খেলতে পারবে কুলদীপ।''
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সবাই ধরেই নিয়েছিলেন কুলদীপ যাদব শুভমান গিলের হাতের তুরুপের তাস হবেন। কিন্তু কুলীদপকে ডাগ আউটে বসিয়ে রেখেই ভারত কিন্তু ইংল্যান্ডের মাটিতে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেছে। ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি রবীন্দ্র জাদেজাও দুর্দান্ত ব্যাটিং করেন পাঁচটি টেস্টে। জাদেজা, সুন্দরের মতো অলরাউন্ডার যতদিন দলে থাকবেন, ততদিন কিন্তু কুলদীপের দলে ঢোকার রাস্তা কঠিন হয়ে যাবে।
আরও পড়ুন: ক্রিকেটের বাইরেও কোহলির মধ্যে রয়েছে এই চারটি গুণ, এত দিনে প্রকাশ্যে আনলেন মাহি
