আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালের প্রথম সাক্ষাতের ফলাফল হয়েছিল ৩-৩। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় সাক্ষাতে সানসিরো স্টেডিয়ামে ফিরতি ম্যাচ খেলবে বার্সা। তার আগে লামিনে ইয়ামালদের কোচ হ্যান্সি ফ্লিক কিন্তু ছেলেদের উদ্বুদ্ধ করেছেন অন্য ভাবে। বলেছেন, ফাইনালের আগে রয়েছে আরও একটি ফাইনাল।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় সাক্ষাতের আগে বার্সেলোনার জন্য সুখবর। চোট কাটিয়ে বার্সা স্কোয়াডে ফিরছেন রবার্ট লেভানডোস্কি।
ইন্টার মিলানের বিরুদ্ধে বার্সেলোনা যে দল ঘোষণা করেছে, তাতে রাখা হয়েছে পোলিশ স্ট্রাইকারকে। ১৯ এপ্রিল লা লিগায় সেল্টা ভিগোকে ৩-৪ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে চোট পান লেভানডোস্কি। ওই সময়ে তাঁকে নিয়ে বলা হয়েছিল, লেভানডোস্কির ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। পোলিশ স্ট্রাইকার ফিরছেন অনেক আগেই।
এবারের লা লিগায় সর্বোচ্চ ২৫ গোল করেছেন লেভা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল করা হয়ে গিয়েছে তাঁর।
ইন্টার মিলানের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে নামতে পারেননি লেভানডোস্কি। মিলানের সানসিরো স্টেডিয়ামে দ্বিতীয় সাক্ষাতের লড়াই আরও কঠিন হবে বলেই মনে করছেন ফুটবলবিশেষজ্ঞরা। লেভানডোস্কির অন্তর্ভুক্তি বার্সার শক্তি যে বাড়াবে তা বলাই বাহুল্য।
