আজকাল ওয়েবডেস্ক: মাইকেল প্রবিয়েশ কোচ থাকলে তিনি আর পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলবেন না রবার্ট লেভানডস্কি। তিনি নিজেই এই সিদ্ধান্ত জানিয়েছেন। আর পোলিশ এই স্ট্রাইকারের সিদ্ধান্তে অবাক সবাই।
পোল্যান্ডের এই স্ট্রাইকারকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পরেই লেভানডস্কির বিস্ফোরণ। পোলিশ ফুটবল ফেডারেশন রবিবার জানান লেভার জায়গায় পোল্যান্ডের অধিনায়কত্ব করবেন পিয়ত্র জেলেনস্কি। নাপোলি থেকে গত বছর ইন্টার মিলানে নাম লেখানো এই মিডফিল্ডার বেশ অভিজ্ঞ। পোল্যান্ডের হয়ে সেঞ্চুরি ম্যাচ খেলবেন ৩১ বছর বয়সী এই তারকা।
পোল্যান্ড ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, মাইকেল প্রবিয়েশের সিদ্ধান্ত অনুযায়ী পোলিশ জাতীয় দলের নতুন অধিনায়ক এখন পিয়ত্র জেলেনস্কি। এই সিদ্ধান্তের কথা কোচ ব্যক্তিগতভাবে জানিয়েছেন লেভানডস্কি, গোটা দল ও কোচিং স্টাফদেরও।
ফেডারেশনের এহেন বিবৃতির পরই সোশ্যাল মিডিয়ায় লেভা জানান, ''পরিস্থিতি বিবেচনায় ও পোলিশ জাতীয় দলের কোচের আস্থা হারানোয় আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতদিন তিনি কোচের দায়িত্বে থাকবেন, ততদিন পোলিশ জাতীয় দলের হয়ে খেলব না। আশা করি, বিশ্বের সেরা এই সমর্থকদের জন্য নিশ্চয় কোনও সময়ে আবার দেশের হয়ে খেলার সুযোগ পাব।''
পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন লেভা (১৫৮)। সবচেয়ে বেশি গোলের (৮৫) মালিকও তিনি।
