আজকাল ওয়েবডেস্ক:‌ দলকে তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে ফেলেছেন। জয় এসেছে মাত্র একটিতে। সেটাও আবার রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগের কথা বলা হচ্ছে।


শেষ ওভারে ২০ রান দরকার ছিল সিএসকে–র। কিন্তু ৬ রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান। পরিসংখ্যান বলছে এই জয়ের ফলে সাত বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ।


মাত্র ২৩ বছর ১৪০ দিন বয়স পরাগের। এত কম বয়সে আইপিএল অধিনায়ক হিসেবে চেন্নাইকে হারানোর কৃতিত্ব অর্জন করলেন পরাগ। সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এই রেকর্ড এখন পরাগের দখলে। এর আগে ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার হারিয়েছিলেন চেন্নাইকে। তখন শ্রেয়সের বয়স ছিল ২৩ বছর ১৬৩ দিন। এখন আইয়ারের বয়স ৩০। তিনি পাঞ্জাবের অধিনায়ক। এর আগে কেকেআরের অধিনায়কত্ব করেছেন।


তালিকায় তিন থেকে পাঁচে আছেন ঋষভ পন্থ (‌২৩ বছর ১৮৮ দিন)‌। চারে রশিদ খান (‌২৩ বছর ২০৯ দিন)‌। আর পাঁচে ফের ঋষভ পন্থ (‌২৪)‌ বছর। 


প্রসঙ্গত, সঞ্জু স্যামসনের পরিবর্তে এবার রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। প্রথম তিন ম্যাচে তিনিই নেতৃত্ব দিয়েছেন। আঙুলে চোটের জন্য সঞ্জু উইকেটকিপিং করতে পারছেন না। শুধু ব্যাটার হিসেবে খেলছেন। তাই ব্যাটন এখন পরাগের হাতে।