আজকাল ওয়েবডেস্ক: একে তো হার। তার উপর আবার বিতর্কিত আউট। জরিমানা। সব মিলিয়ে রাজস্থান রয়্যালস পুরোপুরি বিধ্বস্ত। বুধবার গুজরাট ম্যাচে এত ঘটনাই ঘটেছে।
 
 বিতর্কিত আউটের সূত্রপাত রাজস্থান ইনিংসের সপ্তম ওভারে। ব্যাট করছিলেন রিয়ান পরাগ। বল হাতে ছিলেন কুলবন্ত খেজরোলিয়া। অফ স্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়েছিলেন পরাগ। বলটি তাঁর ব্যাট ছুয়ে উইকেটরক্ষক বাটলারের হাতে যায়। আম্পায়ার আউট দেন। এরপরই পরাগ রিভিউ নেন। তাঁর মনে হয়েছিল বলটি মাটিতে ছুঁয়ে তারপর উইকেটরক্ষকের হাতে গেছে। কিন্তু স্নিকোমিটারে দেখা যায়, বল ব্যাটে লাগার পর ব্যাটটি মাটি ছুঁয়েছিল। ফলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তেই অনড় থাকেন তৃতীয় আম্পায়ার। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পরাগ। মাঠে থাকা দুই আম্পায়ারের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান। ড্রেসিংরুমে ফেরার পথে টানেলের দেওয়ালে ব্যাটটি সজোরে আঘাত করেন তিনি।
 
 এই জয়ের পর পাঁচ ম্যাচে চার জয় আর আট পয়েন্ট নিয়ে গুজরাট রয়েছে শীর্ষে। আর ৫ ম্যাচে চার পয়েন্ট নিয়ে রাজস্থান সাতে।
 
 নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২১৭/৬ তুলেছিল গুজরাট। জবাবে রাজস্থান শেষ হয়ে যায় ১৫৯ রানে। গুজরাট ৫৮ রানে ম্যাচ জিতে নেয়। 
