আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের নাম জড়ানো নতুন নয়। দীর্ঘ বছর ধরে এই প্রথা চলে আসছে। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক চিরকালীন। তবে এই বিষয়টি একটু অন্যরকম। এখানে প্রেমের কোনও সম্পর্ক নেই। রয়েছে আগ্রহের। তাও আবার নেটমাধ্যমে। কয়েকদিন আগে রিয়ান পরাগের 'সার্চ হিস্ট্রি' ভাইরাল হয়ে যায়। তারপরই শোরগোল পড়ে যায়। গতবছর আইপিএল শেষ হওয়ার পরপরই লাইভ স্ট্রিমিংয়ের সময় তরুণ ক্রিকেটারের সার্চ হিস্ট্রি প্রকাশ্যে চলে আসে। সেখানে দেখা যায়, অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং সারা আলি খানের ছবি সবচেয়ে বেশি সার্চ করেছেন তিনি। সেই খবর নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এই প্রসঙ্গে এতদিন মুখ খোলেননি রিয়ান পরাগ। ঘটনার প্রাক এক বছর কাটতে চলেছে। হঠাতই আবার উঠে এল সেই প্রসঙ্গ। কী বললেন পরাগ?
তরুণ উঠতি ক্রিকেটার দাবি করেন, এই ঘটনা আইপিএলের আগের। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর চমকপ্রদ পারফরম্যান্সের পর আবার এটা সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। পরাগ বলেন, 'আইপিএল শেষ হয়ে গিয়েছিল। আমি চেন্নাইয়ে ছিলাম। আমার স্ট্রিমিং দলের সঙ্গে মতবাদ সৃষ্টি হয়। তারপরই বিষয়টা প্রকাশ্যে চলে আসে। তবে এটা আইপিএলের আগের ঘটনা। কিন্তু সেটা পরে ছড়িয়ে পড়ে। আইপিএলে বছরটা ভাল গিয়েছিল আমার। আমি ফিরে এসে নিজের স্ট্রিম খুলি। আমার স্পটিফাই বা অ্যাপেল মিউজিক ছিল না। ইউ টিউবে সার্চ করি। কিন্তু সবকিছু ডিলিট হয়ে গিয়েছিল।' পরাগের দাবি, অহেতুক এই বিষয়টিকে বড় করে দেখানো হয়েছে। যার কোনও দরকার ছিল না। তাই এই বিষয়টা নিয়ে মুখ খোলার প্রয়োজনীয়তা মনে করেননি তিনি। পরাগ বলেন, 'আমি ইউ টিউবে গিয়ে মিউজিক খুঁজি। আমি জানতাম না কী হচ্ছে। তারপরই স্ট্রিমিং বন্ধ হয়ে যায়। তারপর বুঝতে পারি। তবে বিষয়টা অহেতুক বিশাল আকারে দেখানো হয়েছে। আমার মনে হয়নি এই নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া উচিত। কারণ কেউ কিছু বুঝবে না।' আইপিএলের পর জাতীয় দলে সুযোগ পান পরাগ। টি-২০ ক্রিকেটে অভিষেক হয়। বর্তমানে চোটের জন্য দলের বাইরে আছেন। রিহ্যাব চলছে। আবার আইপিএলেই প্রত্যাবর্তন হবে পরাগের।
