আজকাল ওয়েবডেস্ক: দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি। প্রথম ইনিংসে তিনি করেন ১৩৪ রান। দ্বিতীয় ইনিংসে পন্থের ব্যাট থেকে আসে ১১৮ রান। 

টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে তিনি দ্বিতীয় উইকেটকিপার–ব্যাটার যিনি টেস্টের দুই ইনিংসেই শতরান করলেন। এই কৃতিত্ব আগে ছিল জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। যিনি ২০০১ সালে হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪২ ও অপরাজিত ১৯৯। আর এশিয়ান ক্রিকেটারদের মধ্যে পন্থ প্রথম টেস্টের দুই ইনিংসে করলেন শতরান। 

পন্থের এটা টেস্টে অষ্টম শতরান। সপ্তম ভারতীয় ক্রিকেটার পন্থ যিনি টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন। 

সেই পন্থ প্রসঙ্গে দেশের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ''ও যেভাবে ব্যাটিং করে, তা নিয়ে সবসময়ে প্রশ্ন রয়েছে। ব্রাইডন কার্সের বিরুদ্ধে স্লগ সুইপ করে বসল। পার্সেন্টেজ ক্রিকেটে এমন শট খেলতে দেখা যায় না। দীনেশ কার্তিক বলেই ফেলল প্রশ্ন চিহ্ন রয়েছে শট নিয়ে। তবে এভাবেই তো খেলে পন্থ।'' 

পন্থের ব্যাটিং ড্রেসিং রুম থেকে দেখেছেন অশ্বিন। আর সেই অভিজ্ঞতা শেয়ার করে ভারতের প্রাক্তনঅফ স্পিনার বলছেন, ''পন্থ যদি একবার তলোয়ার বের করে...। ও কীভাবে রান করছে, তা  দিয়ে পন্থকে ব্যাখ্যা না করাই ভাল। ওর পারফরম্যান্স দিয়ে বিচার করা হোক। ভক্ত হিসেবে, ড্রেসিং রুমের বাইরে থেকে পন্থকে দেখা সব সময়েই উপভোগ্য। কিন্তু ড্রেসিং রুমে বসে পন্থের খেলা দেখা রীতিমতো টেনশনের ব্যাপার। কোচ, সতীর্থদের জন্য তো ভয়ঙ্কর টেনশনের।''