আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টের নতুন অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ। সোমবার দুপুরে কলকাতার আরপিজি হাউজে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। দুপুর আড়াইটেয় সাংবাদিক সম্মেলন ডাকা হলেও, সেটা সঠিক সময় শুরু হয়নি। যদিও ঋষভ পন্থ অনেক আগেই চলে আসেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা নিজের ঘনিষ্ঠ মহলে জানান, আইপিএলের ইতিহাসে ঋষভ পন্থ সেরা অধিনায়ক হবে। রেকর্ড অঙ্ক ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে নেয় লখনউ সুপার জায়ান্টস। তখনই বোঝা গিয়েছিল, ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারকে অধিনায়ক করা হবে। তাতে সিলমোহর পড়ল। ২০২১, ২০২২ এবং ২০২৪ আইপিএলে দিল্লির অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। তবে আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার হন পন্থ। এর আগে এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের। গত আইপিএলে তাঁকে ২৪.৭৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
লখনউ সুপার জায়ান্টের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হলেন ঋষভ। এর আগে এই দায়িত্বে ছিলেন কেএল রাহুল, নিকোলাস পুরান এবং ক্রুনাল পাণ্ডিয়া। ২০২২ এবং ২০২৩ সালে প্লে অফে যায় লখনউ। এই প্রথম এবার প্লে অফে যেতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। টেবিলে সাত নম্বরে শেষ করে। কেএল রাহুলের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান ফ্র্যাঞ্চাইজির মালিক। সেদিনই অধিনায়ক বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দিল্লি ক্যাপিটালসের পর আইপিএলে দ্বিতীয় দলকে নেতৃত্ব দেবেন পন্থ।
