আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন রেকর্ডবুকে ঋষভ পন্থ। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে টেস্টে ২৫০০ রানের গণ্ডি পার করলেন। পেরিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। মাত্র ৬২ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন পন্থ। এর আগে এই রেকর্ড ছিল ফারুক ইঞ্জিনিয়ারের। ৮২ ইনিংসে এই নজির গড়েছিলেন কিংবদন্তি উইকেটকিপার। ৯২ বছরের ক্রিকেট ইতিহাসে ৬৫ ইনিংসের কমে ২৫০০ রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন পন্থ। চোটের আশঙ্কা কাটিয়ে চতুর্থ দিনের শুরুতেই নামেন ঋষভ। তাঁর এবং সরফরাজের ওপর ভর করে প্রত্যাবর্তন করে ভারত। শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করেন পন্থ। ৫৬ বলে ৫৩ রানে পৌঁছে যান। 

আগের দিন হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেও, এদিন তার লক্ষণ দেখা যায়নি। স্বাভাবিক ছন্দেই ব্যাট করেন। শুরুটা সতর্কতার সঙ্গে করলেও দ্রুত স্বমহিমায় ফেরেন। আজাজ প্যাটেলের বলে জোড়া ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বেরোন। ৫৫ বলে টেস্টে নিজের ১২তম অর্ধশতরান সম্পূর্ণ করেন। কিন্তু মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া করেন। ১০৫ বলে ৯৯ রানে উইলিয়াম ও'রৌরকির বলে বোল্ড হন। ইনিংসে ছিল ৫টি ছয় এবং ৯টি চার। চতুর্থ উইকেটে পন্থ এবং সরফরাজের ১৭৭ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায়। বড় লিড নেওয়ার মতো মঞ্চ তৈরি করে দেয় এই জুটি। কিন্তু অল্প রানের মধ্যে ফিরে যান কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ৪৬২ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ১০৬ রানে এগিয়ে ভারত। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ১০৭ রান।