আজকাল ওয়েবডেস্ক:‌ আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। স্ক্যান রিপোর্টে জানা গেছে, পায়ের পাতা ভেঙেছে তাঁর। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, ঋষভ পন্থের পায়ের পাতা ভেঙেছে। তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। যা পরিস্থিতি সম্ভবত ছয় সপ্তাহ আর মাঠে নেই পন্থ। 


এর ফলে ম্যাঞ্চেস্টার টেস্টে এক জন ক্রিকেটার কমে গেল টিম ইন্ডিয়ার। ধ্রুব জুরেল উইকেটকিপিং করতে পারবেন। কিন্তু নিয়ম অনুযায়ী তিনি ব্যাটিং করতে পারবেন না। তবে টিম ম্যানেজমেন্টের তরফে মেডিক্যাল টিমকে অনুরোধ করা হয়েছে, যদি ব্যাট করার মতো একান্তই পরিস্থিতি আসে, তাহলে পন্থকে পেইন কিলার খাইয়ে যেন নামানো হয়। এই দিকটা একটু খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, ‘‌স্ক্যান রিপোর্টে দেখা গেছে, ঋষভ পন্থের পায়ের পাতা ভেঙেছে। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন পন্থ। মেডিক্যাল টিম দেখছে যদি পেইন কিলার খাইয়ে পরিস্থিতি এলে পন্থকে ব্যাট করতে নামানো যায়। যদিও সাপোর্ট ছাড়া পন্থ হাঁটতে পারছে না। আর তাই ম্যাঞ্চেস্টার টেস্টে পন্থের ব্যাট করার সম্ভাবনা খুবই কম।’‌ 


যা জানা গেছে, পঞ্চম টেস্টের জন্য ঈষান কিষানকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ইংল্যান্ডে। ব্যাক আপ কিপার হিসেবে।


ইতিমধ্যেই নীতীশ কুমার রেড্ডি ছিটকে গেছেন। পন্থও ছিটকে গেলেন। চোটের তালিকায় রয়েছেন আকাশ দীপ ও অর্শদীপ সিং। পঞ্চম টেস্টে এই দুই ক্রিকেটার খেলবেন কিনা তার কোনও নিশ্চয়তা এখনও নেই। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই ওভালে।


প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। ভালই খেলছিলেন। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান। ক্যামেরা তাঁর পায়ের আঘাতের জায়গাটা ধরছিল। সোজা নিয়ে যাওয়া হয় মেডিক্যাল সেন্টারে। সেখানে চোটের জায়গায় স্ক্যান করা হয়। খেলা শেষে মেডিক্যাল সেন্টারে গিয়ে পন্থকে দেখেন আসেন অধিনায়ক শুভমন গিল। অবশেষে স্ক্যান রিপোর্ট এল হাতে। জানা গেল, অন্তত ছয় সপ্তাহের জন্য ছিটকে গেলেন পন্থ। 

 

আরও পড়ুন:‌ ম্যাঞ্চেস্টার টেস্ট চলাকালীন ঝগড়া দু’‌দেশের প্রাক্তনের, নাসেরকে পাল্টা যা দিলেন কার্তিক শুনলে চমকে যাবেন

এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনের শেষে ভারত তুলেছে ২৬৪/‌৪। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১৯) ও শার্দূল ঠাকুর (১৯)।


ভারতের দুই ওপেনার যশস্বী জয়েসওয়াল ও লোকেশ রাহুল ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা করেন। দলীয় রান যখন ৯৪, তখন লোকেশ রাহুল ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে। যশস্বী অর্ধশতরান করে ফেরেন ৫৮ রানে। সাই সুদর্শন ভাল খেলছিলেন। কিন্তু ৬১ করার পর স্টোকসের বল লেগ সাইডে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ক্যাচ আউট হন। বলা ভাল উইকেট ছুঁড়ে দিয়ে আসা। অধিনায়ক গিল (‌১২)‌ রান পাননি। ইংরেজ বোলারদের মধ্যে স্টোকস পেয়েছেন দুই উইকেট।