আজকাল ওয়েবডেস্ক: বিশ্বক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। কিন্তু ডিআরএস সিদ্ধান্তের ক্ষেত্রে মাঝেমধ্যেই বেশ কিছু ভুল করতে দেখা যায় তাঁকে। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন ঋষভ পন্থের শত অনুরোধ সত্ত্বেও ডিআরএস নেননি রোহিত। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ভারত অধিনায়ক। কিন্তু জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানোর পর দু'হাত দিয়ে নিজের মুখ ঢাকেন রোহিত। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন পন্থ। ভারতীয় উইকেটকিপার ব্যাটারের অনুরোধ উপেক্ষা করার জন্যই হয়তো অনুশোচনা হয় রোহিতের। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৬২তম ওভারে হাসান মাহমুদ রবিচন্দ্রন অশ্বিনের বলে ব্যাট করাকালীন এই ঘটনা ঘটে। হাসানের গ্লাভসে লাগে বল। উইকেটের পেছনে ক্যাচ ধরেন পন্থ। তবে আপেক্ষিক দৃষ্টিতে মনে হয়, বল ফোরআর্মে লেগেছে। পন্থ ডিআরএস চাইলেও উপেক্ষা করেন‌ রোহিত। রিভিউ নিলে নিশ্চিত আউট ছিল। 

জায়ান্ট স্ক্রিনে যখন রিপ্লে দেখায়, রোহিতের পাশেই দাঁড়িয়ে ছিলেন ঋষভ। ভারত অধিনায়কের দিকে তাকিয়ে বলেন, 'মাহমুদ আউট ছিল। স্ক্রিনের দিকে তাকাও। অন্তত রিপ্লে তো দেখো।' তবে এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়েনি ম্যাচে। ২৮০ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে যায় ভারত। ম্যাচ শেষে পন্থের ভূয়সী প্রশংসা করেন রোহিত। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর লাল বলের ক্রিকেট থেকে প্রায় ৬০০ দিন বাইরে থাকার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। ম্যাচের পর রোহিত বলেন, 'ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা সামলে যেভাবে ও আবার ক্রিকেটে ফিরেছে, সেটা দেখার মতো। আইপিএলে মাঠে ফেরে। তারপর বিশ্বকাপে সাফল্য পায়। আর এখন নিজের সবচেয়ে সফল ফরম্যাটেও সাফল্য পেল।' ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।