আজকাল ওয়েবডেস্ক: অবশেষে দ্বিমুকুট। গত ফাইনালের শাপমুক্তি। ভাঙল মিথ। আবার ভারতসেরা। শনিবাসরীয় রাতে যুবভারতীর শ্বাস-প্রশ্বাসে মোহনবাগান। গ্যালারির রং সবুজ মেরুন। ম্যাচের বয়স ৯৬ মিনিট। চিংলেনসানার ভুল জাজমেন্টে বল পান স্টুয়ার্ট। বাকিটা ইতিহাস। গোল করলেন ম্যাকলারেন, মিথ ভাঙল মোহনবাগান। প্রথম দল হিসেবে ঘরের মাঠে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে সবুজ মেরুন। নব্বই মিনিটে একাধিক সুযোগ মিস করেছেন। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। স্টুয়ার্টের থেকে বল পেয়ে ডান পায়ের শটে গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল গোলে ঠেললেন জেমি ম্যাকলারেন। এক গোলে পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জয় মোহনবাগানের। জেমির গোল হওয়া মাত্র উচ্ছ্বাসে ফেটে পড়ে ষাট হাজারির স্টেডিয়াম। প্রিয় দলের জয় দেখতে মাঠ ভরিয়েছিল ৫৯,১১২ সমর্থক। এক্সট্রা টাইমে জেমির গোলের পর যুবভারতীর গ্যালারিতে জ্বলল মোবাইল জোনাকি। 

মোহনবাগান ভারতসেরা হওয়ার পরে দেশেবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে অভিনন্দন বার্তা। লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পন্থ অভিনন্দন জানিয়েছেন মোহনবাগানকে। লখনউয়ের তারকা বোলার আকাশদীপও সবুজ-মেরুন ব্রিগেডকে অভিনন্দন জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। 

 

উল্লেখ্য, জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় সাক্ষাতের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন লখনউ অধিনায়ক পন্থ। শনিবার ম্যাকলারেন-কামিন্সরা চ্যাম্পিয়ন হওয়ার পরে পন্থ বলেন, ''অভিনন্দন জানাই মোহনবাগানকে। অভিনন্দন জানাই সঞ্জীব স্যরকে। আইএসএল ট্রফি জেতার জন্য অভিনন্দন মোহনবাগানকে।'' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mohun Bagan Super Giant (@mohunbagansg)