আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে বুধবার রাতে নাটকীয় ম্যাচে বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামাল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। সেমিফাইনাল ম্যাচে ০–২ গোলে পিছিয়ে পড়েও বার্সা শেষ পর্যন্ত ৩–৩ গোলে সমতা ফেরায়, যার মূল ভূমিকা রেখেছিলেন মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল। নিজে একটি গোল করার পাশাপাশি দ্বিতীয় গোলের বিল্ড আপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তারকা ফুটবলার।
ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ও বিশ্লেষক রিও ফার্দিনান্দ বলেন, 'ব্যালন ডি’অর, ব্যালন ডি’অর, ব্যালন ডি’অর। স্টেডিয়ামে লামিন ইয়ামালের চেয়ে রোমাঞ্চকর আর কেউ নেই। মিলানে দ্বিতীয় লেগ এবং ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলে ব্যালন ডি অর প্রাপ্য লামিন ইয়ামালেরই।'
ফার্দিনান্দ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'সে যেভাবে খেলে, তাতে এখনই তাকে বিশ্বের সেরা ফুটবলারের তালিকায় রাখা যায়। এত অল্প বয়সে এমন ম্যাচ-নির্ধারক প্রভাব দেখা যায় না।' তবে সবকিছু ভুলে লামিন ইয়ামাল এখন মন দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে হলে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইন্টার মিলান ম্যাচের আগে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল বলেছিলেন, লিও মেসির সঙ্গে তাঁর তুলনা করা একেবারেই ঠিক নয়। কারণ মেসি ইতিহাসের সেরা। কিন্তু যে ইয়ামাল নিজে তুলনায় যেতে রাজি নন, সেই তিনিই তো আলোচনা আরও জোরালো করে তুলছেন। আরও বেশি করে সবাই যাতে তুলনা শুরু করেন, সেই রাস্তায় নিজেকে নিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সা- ইন্টার মিলান ম্যাচে ইয়ামাল আলো ছড়িয়ে গেলেন। ইন্টার কোচ সিমোনে ইনজাগি ম্যাচ শেষে বলেন, “ইয়ামাল এমন প্রতিভা যা ৫০ বছরে একবারই দেখা যায়। ওকে কাছ থেকে দেখতে পেয়ে আমি মুগ্ধ এবং আনন্দিত।''
