আজকাল ওয়েবডেস্ক: গোটা শহর রঙিন। দেশজুড়ে হোলির আমেজ। আট থেকে আশি দোল খেলায় ব্যস্ত। বাদ যাবে কেন নাইট শিবির! বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে জমিয়ে হোলি খেললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। রং খেলায় নিজেকে ডুবিয়ে দেন রিঙ্কু সিং। দোলের দিন মনে রং লেগেছে কেকেআরের ফিনিশারের। সবচেয়ে বেশি উৎসবে মাততে দেখা যায় রিঙ্কুকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে কেকেআর।
সেখানে হাতে বন্দুক নিয়ে দেখা যায় রিঙ্কুকে। সেই বন্দুক থেকে বেরোয় বেগুনি, হলুদ এবং গোলাপি আবির। আর নেচে চলেছেন নাইটদের তারকা ক্রিকেটার। একেবারে মন প্রাণ খুলে নাচ যাকে বলে। ঢাক-ঢোলের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় রিঙ্কুকে। মুখে লেগে রয়েছে সিগনেচার হাসি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'রিঙ্কু ভাই তাঁর নিজের রঙে।'
গতবারের মতো এবারও টিম হোটেলের সুইমিং পুলের সামনে কেকেআরের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের হোলি খেলার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই চুটিয়ে দোল খেলে নাইটরা। অজিঙ্ক রাহানেকে আবির মাখিয়ে দিতে দেখা যায় চন্দ্রকান্ত পণ্ডিতকে। রং খেলায় মাতেন ভেঙ্কটেশ আইয়ারও।
ছিলেন বৈভব অরোরারও। খোশমেজাজে দেখা যায় অধিনায়ক রাহানেকে। চুটিয়ে হোলি খেলেন। বিদেশিরাও বাদ যায়নি। ভারতীয়দের সঙ্গে সামিল হয় তাঁরাও। বুধবার থেকে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইটরা। দু'দিন প্র্যাকটিসের পর হোলি উপলক্ষে শুক্রবার ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। ইডেনে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের বোধন।
