আজকাল ওয়েবডেস্ক: বড় সড় সমস্যায় পড়তে চলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছেন ভিনি জুনিয়র। আর সেই কারণেই সমস্যা বাড়তে চলেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের।
ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর বক্তব্য তুলে ধরে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ফিফার এথিক্স কমিটির কাছে সরকারি ভাবে অভিযোগ জমা পড়েছে। ভিনিসিয়াসের বিরুদ্ধে দু'বছরের নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে।
চলতি মাসের ৭ তারিখ ব্রাজিলীয় কোম্পানি তিবেরিস হোলদিং দো ব্রাজিল ফিফার কাছে অভিযোগ করে। সেই অভিযোগে তারা জানায়, একজন পেশাদার ফুটবলার হিসেবে ভিনিসিয়াস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্লাবের মালিক হতে পারেন না। এতে স্বার্থের সংঘাত হচ্ছে। স্বচ্ছতা নষ্ট হচ্ছে।
অল আজেন্সিয়ামেন্তো এস্পোর্তিভো নামের একটি প্রতিষ্ঠান থেকেই যত সমস্যার সূত্রপাত। এটির দায়িত্বে রয়েছেন ভিনিসিয়াসের বাবা এবং এজেন্ট। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ব্রাজিলের অ্যাথলেটিক ক্লাব দে সাও জোয়াও দেল রেইয়ের অংশীদার ভিনিসিয়াস।
শুধু ব্রাজিলে নয় পর্তুগিজ ক্লাব আলভেরসার সঙ্গেও একই ভাবে যুক্ত ভিনিসিয়াস। বর্তমানে ফিফা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই অভিযোগ ভিনিসিয়াসকে যে বিপদে ফেলেছে তা বলাই বাহুল্য।
