আজকাল ওয়েবডেস্ক: ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গঞ্জালো গার্সিয়ার একমাত্র গোলে জুভেন্টাসকে হারাল স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের ৫৪ মিনিটে জয়সূচক গোল করেন গার্সিয়া। শেষ আটে বরুসিয়া ডর্টমুন্ড এবং মন্টেরে ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এদিন দুরন্ত ফুটবল খেলে জাভি অ্যালান্সোর দল। তবে গোলের জন্য কিছুটা অপেক্ষা করতে হয়। যদিও শেষদিকে চাপে পড়ে যায় স্প্যানিশ ক্লাব। কোনওক্রমে ১-০ স্কোরলাইন ধরে রাখে। এদিন দলে ফেরেন কিলিয়ান এমবাপে। ক্লাব ওয়ার্ল্ড কাপে ফরাসি তারকার এটাই প্রথম ম্যাচ। ৬৮ মিনিটে পরিবর্ত হিসেবে নামেন। গ্যাসট্রোএন্টারাইটিসের জন্য দলের বাইরে ছিলেন। গ্রুপ স্টেজের ম্যাচে খেলেননি। কিন্তু চূড়ান্ত পর্বে মাঠে ফিরলেন। 

প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। বেশ কয়েকটা সুযোগ সত্ত্বেও কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাদ্রিদের হয়ে একমাত্র গোল গার্সিয়ার। ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের ক্রস থেকে হেডে গোল করেন ২১ বছরের গার্সিয়া। তবে ম্যাচটা সহজ হয়নি। গোলের জন্য অপেক্ষা করে থাকতে হয় রিয়ালকে। শেষমেষ কোয়ার্টার ফাইনালে পৌঁছে খুশি মাদ্রিদের কোচ। জাভি বলেন, 'আমাদের ধৈর্য রাখতে হয়েছে। আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। তাহলে একটু স্বস্তি পেতাম। তবে আমরা দাঁত কামড়ে পড়ে থেকেছি। নকআউট ম্যাচে আর কোনও বিকল্প থাকে না। শেষদিকে আমাদের কিছুটা ধরে রাখতে হয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে খুশি।' এদিন শেষ ২০ মিনিট খেলেন এমবাপে। তবে কোয়ার্টার ফাইনালে তারকা ফুটবলারকে আরও বেশি ম্যাচ টাইম দেওয়ার বিষয়ে আশাবাদী রিয়ালের কোচ। এই প্রসঙ্গে জাভি বলেন, 'আমার মনে হয়, ক্রমাগত ওর পরিস্থিতি আরও ভাল হবে। আমরা ওকে পর্যবেক্ষণে রাখব। আমি ওর সঙ্গে রোজ কথা বলি। আশা করছি কোয়ার্টার ফাইনালের আগে আরও সুস্থ হয়ে যাবে।' শনিবার শেষ আটের ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ।