আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতায় ম্যাচ জিতে এবার অধিনায়ক রজত পাতিদার ও তারকা ব্যাটার বিরাট কোহলির নেতৃত্বে চেন্নাইয়ে গিয়ে প্রস্তুতি শুরু করেছে আরসিবি। গত শনিবার কলকাতা নাইট রাইডার্সকে সহজেই সাত উইকেটে হারিয়েছে আরসিবি। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে চার উইকেটে জয় পেয়েছে সিএসকে। গত মরশুমে গুরুত্বপূর্ণ এলিমিনেটরে আরসিবির কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। এবার তার বদলা নেওয়ার সুযোগ রয়েছে রুতুরাজদের কাছে।
মহারণ ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের উত্তেজনা চরমে। ফের বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির এক মহারণ দেখার সুযোগ মিলতে চলেছে। চেন্নাইয়ের বিখ্যাত চিপক স্টেডিয়ামে দুই দলের শক্তির পরীক্ষা হবে। আরসিবি আগেভাগেই চেন্নাই পৌঁছে তাদের প্রস্তুতির গুরুত্ব স্পষ্ট করে দিয়েছে। যদিও কেকেআরের বিরুদ্ধে তাদের ব্যাটিং অর্ডার কিছুটা নড়বড়ে ছিল, তবে অধিনায়ক পাটিদার, ফিল সল্ট এবং বিরাট কোহলি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার তাদের মুখোমুখি হতে হবে সিএসকের শক্তিশালী বোলিং আক্রমণের। সেখানে রয়েছেন নুর আহমেদ, খলিল আহমেদ এবং অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। হাই-ভোল্টেজ ম্যাচে দুই দলই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী আরসিবি। অন্যদিকে, চিপকের ঘরের মাঠের সুবিধা নিতে পারবে চেন্নাই সুপার কিংস।
