আজকাল ওয়েবডেস্ক:‌ অবসর নিয়ে রবীন্দ্র জাদেজাকে খোঁচা!‌ এটা ঘটনা, ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতার পরেই আন্তর্জাতিক টি২০ কে বিদায় জানিয়েছিলেন জাড্ডু। টুর্নামেন্ট জেতার পর ওই ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট ও রোহিতও। দুই ক্রিকেটার টেস্টে থেকেও অবসর নিয়েছেন। কিন্তু জাদেজা টেস্ট এবং একদিনের ক্রিকেটে রয়েছেন। সেই জাদেজাকে ইংল্যান্ড সিরিজের মাঝে অবসর নিয়ে খোঁচা মেরেছেন দুই সতীর্থ। তার জবাবও দিয়েছেন জাড্ডু।


২০২৪ সালের ২৯ জুন ভারত টি২০ বিশ্বকাপ জিতেছিল। এবার ২৯ জুন তার এক বছর পূর্ণ হয়েছে। সেই কারণে, বার্মিংহ্যামে ভারতের টিম হোটেলে একটা উৎসব হয়। কেক কাটেন বিশ্বকাপের সেই দলে থাকা ঋষভ পন্থ, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, যশস্বী জয়েসওয়াল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। সকলে মিলে মজা করেন। সেই ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


কেক কাটার পরে মজায় মাতেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখানেই দেখা যায়, জাদেজাকে কেক খাইয়ে দিচ্ছেন পন্থ ও বুমরা। তার পরেই তাঁরা খোঁচা মেরে জাদেজাকে বলেন, ‘‌অবসর জীবনের শুভেচ্ছা।’‌ সে কথা শুনে জাদেজা বলে, ‘‌একটা ফরম্যাট থেকেই তো শুধু নিয়েছি।’‌ 


এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। হেডিংলেতে প্রথম টেস্ট হেরেছে তারা। বুধবার থেকে এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানে জেতার লক্ষ্যে নিজেদের তৈরি করছেন শুভমান গিলরা।