আজকাল ওয়েবডেস্ক: তিনদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই দল নিয়ে খুশি নয় রবিচন্দ্রন অশ্বিন। প্রথম সাতে বাঁ হাতি ব্যাটারের সংখ্যা নিয়ে চিন্তিত তারকা স্পিনার। একইসঙ্গে অশ্বিন মনে করেন, আট নম্বরে নির্ভরযোগ্য ব্যাটার‌ নেই। নিজের ইউ টিউব চ্যানেলে এই নিয়ে মন্তব্য করেন। এই দলটার সঙ্গে ২০২৩ বিশ্বকাপ দলের মিল পাচ্ছেন তিনি। তাঁর মতে রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপেন করা উচিত। তিন, চার এবং পাঁচে যথাক্রম বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজনকে ছয় নম্বরে দেখতে চান। সাতে হার্দিক পাণ্ডিয়া। অশ্বিন বলেন, 'এই দলের সঙ্গে ২০২৩ বিশ্বকাপের দলের মিল আছে। ছয় নম্বরের আগে কোনও বাঁ হাতি ব্যাটার‌ নেই। এই জায়গায় জাদেজা বা অক্ষরের মধ্যে কাউকে খেলানো যেতে পারে। টপ সাতে বাঁ হাতি ব্যাটার নেই। একাদশের বাইরে যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থ আছে।' 

যশস্বীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অশ্বিন। তাঁর মতে, দলে কোনও চোট-আঘাত ছাড়া তরুণ বাঁ হাতি ওপেনার সুযোগ পাবে না। তিনি মনে করেন, যশস্বীকে খেলানো হলে, শ্রেয়সকে বাদ দিতে হবে। অশ্বিন বলেন, 'কেউ চোট পেলে তবেই হয়তো যশস্বী খেলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেতে পারে। তবে পরপর শতরান করলে কী হবে? সেক্ষেত্রে রোহিত এবং যশস্বীকে দিয়ে ওপেন করিয়ে, শুভমনকে তিনে নামানো যেতে পারে। বিরাট চার নম্বরে। সেক্ষেত্রে পাঁচে ঋষভ না রাহুল নামতে পারে। যশস্বী খেললে, শ্রেয়সকে বসতে হবে।' তারকা স্পিনার মনে করেন, যশস্বীর বর্তমান ফর্মের ফায়দা তোলা উচিত ভারতীয় দলের। ওয়াশিংটনকে খেলানোর কথাও বলেন অশ্বিন। দুবাইয়ের শিবিরের প্রসঙ্গও তোলেন তিনি। তিনজনের বদলে দু'জন স্পিনার খেলানোর পক্ষে অশ্বিন। বরং নীতিশ কুমার রেড্ডিকে দলে দেখতে চান প্রাক্তন তারকা। স্পিনারদের মধ্যে তাঁর প্রথম পছন্দ কুলদীপ যাদব।