আজকাল ওয়েবডেস্ক: সময় ভাল যাচ্ছে না রোহিত শর্মার। ব্যাটে রান নেই। অধিনায়কত্বে প্রায়শই ভুল করে ফেলছেন। বেঙ্গালুরু টেস্টে তাঁর একাধিক সিদ্ধান্ত সমালোচনার ঝড় তোলে। পুনেতেও তাঁকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন কোচ এবং বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। রোহিতের দ্বিতীয় দিনের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ১৫৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। প্রথম ইনিংসের শেষে ১০৩ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। এই অবস্থায় কিউয়িদের দ্বিতীয় ইনিংসে ফিল্ড প্লেসিং নিয়ে প্রশ্ন তোলেন কোহলিদের প্রাক্তন কোচ। চায়ের বিরতিতে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডে রান ছিল ৮৫। বড় লিড নেওয়ার পথে আগ্রাসী ফিল্ডিং প্লেস করেননি রোহিত। এমনই অভিযোগ শাস্ত্রীর। রোহিতের স্ট্র্যাটেজি নিয়ে মুরলি কার্তিকের সঙ্গে আলোচনা করেন ধারাভাষ্যকার।

রবি শাস্ত্রী বলেন, 'নিউজিল্যান্ড ভারতীয় ব্যাটারদের আশেপাশে ঘিরে ছিল। ট্যাকটিক্যালি কেমন ভাবা উচিত রোহিতের? নিউজিল্যান্ডকে ১২০ রানের মধ্যে অলআউট করে দেওয়ার চেষ্টা করতে হত। সেটার জন্য উইকেট নেওয়ার কথা ভাবতে হবে। অ্যাটাকিং পজিশনে ফিল্ড প্লেস করতে হবে। বিপক্ষ যদি বিনা উইকেটে ৬০ রানে পৌঁছে যায়, তবেই অন্যত্র ভাবা চলে। এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিল্ড প্লেসিংয়ে উইকেট পাওয়া যায় না।' দ্বিতীয় ইনিংসের শুরুটা যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে করেন টম লাথাম এবং উইল ইয়ং। তবে রান পাননি দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার ডেভন কনওয়ে এবং রচিন‌ রবীন্দ্র। নিউজিল্যান্ডের অধিনায়কের ব্যাটে ভর করে বড় রানের লিডের দিকে এগোয় কিউয়িরা। ৮৬ করে আউট হন লাথাম। দ্বিতীয় দিনের শেষে ৩০১ রানে এগিয়ে নিউজিল্যান্ড।