আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে সময়টা ভাল যাচ্ছে না বিরাট কোহলির। বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসেই ব্যর্থ। অফ স্ট্যাম্পের বাইরের বল মারতে গিয়ে আউট হন। দ্বিতীয় ইনিংসে ভুল সিদ্ধান্তের শিকার হন বিরাট। এবার একসময়ের প্রিয় ছাত্রের আউট নিয়ে কাটাছেঁড়া করতে বসলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ জানান, শট খেলার সময় আরও বেশি পায়ের ব্যবহার করতে হবে তারকা ক্রিকেটারকে। রবি শাস্ত্রী বলেন, 'গত ২-৩ বছরে স্পিনারদের বিরুদ্ধে আউট হয়েছে বিরাট। তবে অনেক রানও করেছে। আমার মনে হয় ওর আরও বেশি করে পায়ের ব্যবহার করা উচিত। আরও বেশি করে সুইপ শট খেলা উচিত। সময়ের সঙ্গে নিজেকে বদল করতে হয়। ফিল্ডের পজিশনে বুঝে বড় শট খেলা উচিত। স্পিনারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমনাত্মক মনোভাব নেওয়া উচিত। ওদের তোমার ওপর চেপে বসতে দেওয়া উচিত নয়। এভাবেই ও একসময় প্রচুর রান পেয়েছে।'
কোহলির রান না পাওয়ার কারণ হিসেবে পিচকেও দুষলেন প্রাক্তন কোচ। শাস্ত্রী বলেন, 'যেসব পিচে খেলা হচ্ছে, সবগুলো ব্যাটিং সহায়ক নয়। কয়েকজন অদ্ভুত ভাবে আউট হচ্ছে। যেমন প্রথম ইনিংসে শুভমন গিল। লেগে শট খেলতে গিয়ে ধরা পড়েছে। এরপর থেকে ও এই বিষয়টার খেয়াল রাখবে। এমন কোনও ব্যাটার নেই যে নিজের আউট মনে রাখে না। সেই অনুযায়ী নিজের ধরন বদলায়।' চলতি বছর ক্রিকেটের সব ফরম্যাটেই ব্যর্থ বিরাট। ১৫ ম্যাচ, ১৭ ইনিংসে মাত্র ৩১৯ রান করেন। গড় ১৮.৭৬। তারমধ্যে রয়েছে মাত্র একটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ৭৬। একমাত্র বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পান।
