আজকাল ওয়েবডেস্ক: তাঁর বর্ণময় টেস্ট কেরিয়ারে দশ নম্বরে এই প্রথমবার ব্যাট করতে নামলেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়াংখেড়েতে চলছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। সেই টেস্টে অশ্বিন দশ নম্বরে ব্যাট করে করলেন মাত্র ৬।
কেরিয়ারের বেশিরভাগ সময়ে অশ্বিন আট নম্বরে ব্যাট করতে নেমেছেন। ১৯৭৭ রান করেছেন ৮৩ ইনিংসে। চারটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।
৬ নম্বর পজিশনে ব্যাট হাতে নেমেও রান করেছেন অশ্বিন। ৫৩১ রান করেছেন তিনি। দুটো টেস্ট সেঞ্চুরিও রয়েছে এই পজিশনে ব্যাট করতে নেমে।
এদিনের আগে অশ্বিন ন' নম্বরে ব্যাট করেছেন। ২০টি ইনিংস খেলেছেন। অশ্বিন দশ নম্বরে ব্যাট করেছেন একবারই। সেটা ২০১১ সালে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। কিন্তু সেটা ছিল টি-টোয়েন্টি। এবার টেস্ট ফরম্যাট।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে আজাজ প্যাটেলের বল ডিফেন্স করতে গিয়ে স্লিপে ডারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন অশ্বিন। ১০৫টি টেস্ট ম্যাচে অশ্বিন ৩৪৬৬ রান করেন। ছ'টি সেঞ্চুরি এবং ১৪টি অর্ধ শতরান রয়েছে তাঁর।
