আজকাল ওয়েবডেস্ক: শেষ দিন মাত্র  ১৫ বলের মধ্যে জিম্বাবোয়েকে নিকেশ করে দ্বিতীয় ও শেষ টেস্টে ৭২ রানে জয় ছিনিয়ে নিল আফগানিস্তান।

দেওয়াললিখন আগেই পড়ে ফেলেছিল জিম্বাবোয়ে। ১৫ বলের মধ্যে জিম্বাবোয়ের শেষ দুটি উইকেট তুলে নিয়ে দারুণ জয় হাসিল করল আফগানরা।  

এনিয়ে চতুর্থ টেস্টে জিতল রশিদ খানের আফগানিস্তান। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় জয় পল আফগানিস্তান। 

দুই টেস্টের সিরিজ আফগানরা জিতল ১-০-এ। প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। 

পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল কেবল দুটি উইকেট। এদিন কোনও রানই করতে পারেনি জিম্বাবোয়ে। ২৭৮ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ইনিংস শেষ হয়ে যায় ২০৫ রানে।

আফগানিস্তানের জয়ের নায়ক রশিদ খান। ৬৬ রানে তিনি নেন ৭টি উইকেট। আফগানিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা বোলিংয়ের নিদর্শন। কেরিয়ারে এবার নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৭ উইকেট নিলেন রশিদ খান।