আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার রঞ্জি ফাইনালে উঠেছে কেরালা। সামনে দু’বারের চ্যাম্পিয়ন বিদর্ভ। বুধবার থেকে খেলা শুরু হবে নাগপুরের জামথা স্টেডিয়ামে। এর আগে একবার সেমিফাইনালে উঠলেও ফাইনালে যেতে পারেনি কেরালা। তাই প্রথমবার ফাইনালে উঠে রঞ্জি ট্রফি পাখির চোখ তাদের।
এর আগে ২০১৭–১৮ ও ২০১৮–১৯ মরশুমে টানা দু’বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বিদর্ভ। আর গতবার রানার্স। এবার মুম্বইকে হারিয়ে ফাইনালে এসেছে বিদর্ভ। আর গুজরাটকে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে হারিয়ে ফাইনালে উঠেছে কেরালা।
এই নিয়ে চারবার ফাইনালে বিদর্ভ। তার মধ্যে দু’বার চ্যাম্পিয়ন। একবার রানার্স।
২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অবধি পাঁচদিনের রঞ্জি ফাইনাল হবে নাগপুরের জামথা স্টেডিয়ামে। এটি বিদর্ভের ঘরের মাঠ। খেলা শুরু হবে সকাল ন’টা থেকে।
খেলা সরাসরি দেখা যাবে জিও হটস্টার ও একাধিক ওয়েবসাইটে।
