আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার বৃষ্টির থাবা। বৃষ্টির জন্য নির্ধারিত সময় শুরু হল না পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসও পিছিয়ে যায়। বৃষ্টি থামলেও, আকাশ মেঘাচ্ছন্ন। মাঠকর্মীরা এখনও কাজ শুরু করেনি। কখন খেলা শুরু হবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। পিচ ভেজা রয়েছে। এখনও মাঠ কভারে ঢাকা। মাত্র দু'দিন আগেই একই স্টেডিয়ামে বৃষ্টির জন্য ভেস্তে যায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা শুরুই করা যায়নি। তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নেওয়া হয়। এদিনও ব্যতিক্রম নয়। 

আগের দিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের মাঠ সঠিকভাবে ঢাকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আইসিসির ধার্য অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা সেই নিয়ে প্রশ্নও তোলেন মহম্মদ কাইফ। এদিনও মাঠ পুরো ঢাকা সম্ভব হয়নি। ফলে আউটফিল্ডে জল জমে গিয়েছে। আম্পায়াররা পিচ এবং মাঠে ড্যাম্প প্যাচ দেখতে পেয়েছে। পরিস্থিতি যা তাতে এই ম্যাচটাও ওয়াশআউট হয়ে যেতে পারে। প্রসঙ্গত, দু'দিন আগেই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। টস করাও সম্ভব হয়নি। একই দিকে এগোচ্ছে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের ভাগ্য। বৃষ্টি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সমালোচনার মুখে ফেলে দিয়েছে। আইসিসির এত বড় টুর্নামেন্টে পুরো মাঠ ঢাকার ব্যবস্থা কেন নেই সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার বরাদ্দ অর্থ সঠিক খাতে ব্যবহার হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তান দলের হতশ্রী পারফরম্যান্সের পর এবার সমস্যায় তাঁদের ক্রিকেট বোর্ডও। ম্যাচ না হলে, গ্রুপে শেষ স্থানে শেষ করবে পাকিস্তান।