আজকাল ওয়েবডেস্ক:‌ কানপুরে দ্বিতীয় দিনও চলছে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টির ফলে খেলা শুরু করা সম্ভব হয়নি এখনও। মাঠ ঢাকা রয়েছে। দু’টি দলই মাঠে পৌঁছে গিয়েছে। কিন্তু এখনও বৃষ্টি থামেনি। শুক্রবার রাতেও ভারী বৃষ্টি হয়েছে। তাই শুক্রবারের মতো শনিবারও ম্যাচ দেরিতে শুরু হবে।


শুক্রবার খেলার প্রথম দিন বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয়। কিন্তু ফের বৃষ্টি নামায় দুপুরের পর প্রথমদিনের খেলা বাতিল করে দিতে হয়। প্রথমদিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। তাতে বাংলাদেশ তুলেছে ১০৭/‌৩। 


এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, কানপুরে শনিবার সারাদিন ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খেলা আদৌ শুরু করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও আটটা থেকে শুরু হয়েছে বৃষ্টি। সারাদিনই মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। এদিকে, কানপুর টেস্টই সম্ভবত শাকিবের শেষ টেস্ট হতে চলেছে। দ্বিতীয় টেস্ট শুরুর আগেই শাকিব জানিয়েছিলেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সুযোগ না পেলে এই টেস্টই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট।