আজকাল ওয়েবডেস্ক: বিদেশি ক্লাবের জার্সিতে অতীতে খেলেছেন ভাইচুং ভুটিয়া। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের ক্লাবে খেলতে গিয়েছিলেন সুনীল ছেত্রী। 
জাতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুও খেলেছেন বিদেশের ক্লাবে। এবার সেই তালিকায় নতুন সংযোজন রাহুল কেপি। 
ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ওয়েস্ট হ্যাম ক্লাবের জার্সিতে মাঠ কাঁপাবেন তিনি। 
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলেছেন রাহুল। তার পরে ইন্ডিয়ান অ্যারোজ, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি হয়ে এবার ওয়েস্ট হ্যামের জার্সিতে খেলবেন রাহুল। 
আমেরিকায় আয়োজিত হতে চলেছে 'দ্য সকার টুর্নামেন্ট'। এই প্রতিযোগিতাতেই খেলতে দেখা যাবে ভারতীয় উইঙ্গারকে। যে দল জিতবে তারা পাবে ১ মিলিয়ন ডলার। 
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by West Ham United US (@westham_us)
 
 
জুনের ৪ তারিখ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ৯ জুন পর্যন্ত। মোট ৪৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিটি
 
 দলের হয়ে খেলবেন ৭ জন। 
 
 অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টুমন্ড-সহ একাধিক নামী ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। ভারতের ফুটবল তারকারা তাকিয়ে থাকবে ওয়েস্ট হ্যামের দিকে। কেমন খেলেন রাহুল কেপি, সেই দিকেই নজর থাকবে ভারতের ফুটবলপ্রেমীদের।