আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন রহমনুল্লা গুরবাজ। ২৩ বছর বয়স হওয়ার আগেই একদিনের ফরম্যাটে শতরানের নিরিখে বিরাটকে ধরে ফেললেন আফগান ক্রিকেটার। এর আগে এই বয়সে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন তেন্ডুলকর এবং কুইন্টন ডি'ককের। দু'জনেরই আটটি করে শতরান রয়েছে। তারপরই ছিলেন কোহলি। তাঁর সাতটি শতরান ছিল। গুরবাজেরও সাতটি সেঞ্চুরি হয়ে গেল। ১০৬ বলে একশোয় পৌঁছে যান গুরবাজ। এটা তাঁর তৃতীয় দ্রুততম শতরান। এর আগের দুটোই বাংলাদেশের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হল আফগানিস্তানের ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল প্রোটিয়ারা। সেই দক্ষিণ আফ্রিকাকেই একদিনের সিরিজে হারিয়ে দিল আফগানরা। তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে রশিদরা।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে। গুরবাজ এবং রিয়াজ প্রথম উইকেটে ৮৮ রান যোগ করে। তারপর রহমত শাহকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান আফগান উইকেটকিপার ব্যাটার। আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের নজির গড়লেন গুরবাজ। ছাপিয়ে যান মহম্মদ শাহজাদকে। রান তাড়া করতে নেমে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। আরও একটি রেকর্ড করেন রশিদ খান। ৯ ওভার বল করে মাত্র ১৯ রানে ৫ উইকেট নেন।
