আজকাল ওয়েবডেস্ক: মহমেডানে সই করলেন রবি হাঁসদা। সোমবার সন্ধে ৬ টায় শ্রাচীর অফিসে সইসাবুদ সারেন সন্তোষ ট্রফির নায়ক। ছয় মাসের জন্য কাস্টমস থেকে লোনে নেওয়া হল রবিকে। আইএসএলে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর। সন্তোষ চ্যাম্পিয়ন হয়ে ফেরার পরই তাঁকে পেতে ঝাঁপায় ইস্টবেঙ্গল এবং মহমেডান।

রবিকে পছন্দ ছিল অস্কার ব্রুজোর। বাংলার দুই প্রধানই তাঁর দিকে হাত বাড়ায়। প্রথমে রবিকে প্রস্তাব দেয় ইস্টবেঙ্গল। সন্তোষের নায়কের সঙ্গে কথা বলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। বাংলা দল ফেরার পরপর শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গলে সই করতে পারেন রবি। কিন্তু হাল ছাড়েনি মহমেডান। তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন দীপেন্দু বিশ্বাস। শেষপর্যন্ত মহমেডানে সই করলেন রবি।

আইএসএলে খেলার স্বপ্ন সন্তোষ ট্রফির নায়কের। ইস্টবেঙ্গলে সই করলে হয়তো তারকার ভিড়ে খেলার সুযোগ পেতেন না। প্রথম একাদশ দূর অস্ত, পরিবর্ত ফুটবলার হিসেবেও হয়তো খেলার সুযোগ জুটত না। সেখানে মহমেডানে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এই কারণেই হয়তো লিগ টেবিলের তলানিতে থাকা মহমেডানকেই বেছে নিলেন রবি। এদিকে স্কটিশ স্ট্রাইকার জোনা আয়ুঙ্গাকে নিয়ে আসার চেষ্টা করছে মহমেডান।‌ কেনিয়া প্রিমিয়ার লিগে খেলেন ২৭ বছরের স্ট্রাইকার। কথাবার্তা অনেকদূর এগিয়েছে।