আজকাল ওয়েবডেস্ক: ভারতের তিন সফলতম অধিনায়কের সঙ্গে খেলেছেন তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং এমএস ধোনির অধিনায়কত্বের প্রধান পার্থক্য এবার সামনে আনলেন ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গত গশ বছরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন এই তিন অধিনায়ক। রোহিত শর্মা এবং এমএস ধোনি দেশকে আইসিসি ট্রফি দিয়েছেন। কোহলি আইসিসি ট্রফির স্বাদ না পেলেও টেস্ট দলকে সাত নম্বর ব়্যাঙ্ক থেকে বিশ্বে শীর্ষস্থানে নিয়ে গিয়েছেন যা ধোনি বা কোহলি কেউই পারেননি।
তবে ধোনি, কোহলির থেকে রোহিত শর্মার পার্থক্য কোথায়? এই প্রসঙ্গে বলতে গিয়ে অধিনায়ক রোহিতের প্রশংসা করেছেন অশ্বিন। তাঁর দাবি, ড্রেসিংরুমে পরিবেশ হালকা রাখতে পছন্দ করেন রোহিত। ধোনি এবং কোহলির থেকে অনেক বেশি কৌশলে কাজ করেন তিনি। এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘কোনও বড় ম্যাচ বা সিরিজের আগে রোহিত আলাদা করে বসেন কোচের সঙ্গে। কোনও নির্দিষ্ট ব্যাটারের দুর্বলতা কী, বোলারের পরিকল্পনা কী সেসব নিয়ে কাজ করেন।
সবসময় ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখতে এবং খেলোয়াড়দের সমর্থন করতে পছন্দ করে রোহিত। রবি অশ্বিনকে পরবর্তীতে দেখা যাবে বাংলাদেশের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে। বিশেষজ্ঞদের মতে, রাওয়ালপিন্ডিতে প্রথমবারের জন্য পাকিস্তানকে টেস্টে হারিয়ে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই করতে পারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
