আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়ল পিভি বিষ্ণুর। আরও তিন বছর তিনি থেকে গেলেন লাল-হলুদে।

সদ্য সমাপ্ত ফুটবল মরশুমে বিষ্ণুর পারফরম্যান্স বেশ ভাল। তাঁকে হারাতে কখনওই চাননি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। সেই কারণেই বাঁ পায়ের এই উইঙ্গারকে আরও তিন বছর লাল-হলুদ জার্সিতে রেখে দেওয়া হল। বিষ্ণু থেকে যাওয়ার অর্থ উইং আরও বেশি সচল। আরও বেশি আক্রমণাত্মক ইস্টবেঙ্গল। 

নতুন মরশুমে বিষ্ণুকে নিয়ে অনেক চিন্তাভাবনা লাল-হলুদ কোচ অস্কারের। গতবার আইএসএলে বিষ্ণুর বাঁ পা ঝলসে ওঠে। তিনি গোল করেন। গোলের গন্ধ মাখা পাস বাড়ান। মোক্ষম সময়ে তিনি ম্যাচের রং বদলে দেন। পাঞ্জাবের বিরুদ্ধে হোম ম্যাচ কে ভুলতে পারে! অস্কার ব্রজোঁ তাঁর দলের উইঙ্গারকে নিয়ে দারুণ সন্তুষ্ট। বিষ্ণু সম্পর্কে একবার বলেছিলেন, ''আমি ব্যক্তিগত ভাবে মানোলোর সঙ্গে কথা বলেছি বিষ্ণুকে নিয়ে। এই মুহূর্তে দেশের সেরা উইঙ্গার পিভি।'' 

বিষ্ণু ক্লাব ছাড়বেন, এরকম একটা হাওয়া ছড়িয়ে পড়েছিল ময়দানে। কেরলের উইঙ্গার লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে থেকে যাওয়ায় স্বস্তি ফিরল ইস্টবেঙ্গল সমর্থকদের মনে।