আজকাল ওয়েবডেস্ক: মুস্তাক আলি ট্রফিতে জ্বলে উঠলেন পাঞ্জাব কিংসের ৩০ লক্ষের ক্রিকেটার। শেষদিকে তাঁর সংক্ষিপ্ত ঝোড়ো ইনিংসে অনায়াসে জয়ে পৌঁছে যায় মুম্বই। বিদর্ভের বিরুদ্ধে অজিঙ্ক রাহানের মারকুটে অর্ধশতরান দলকে ৬ উইকেটে জিততে সাহায্য করে। তাঁর ব্যাটে ভর করে বুধবার আলুরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে মুম্বই। ৬ উইকেট হারিয়ে ২২১ রান তোলে বিদর্ভ। রান তাড়া করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে। ৪৫ বলে ৮৪ রান করেন। ১৯.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় মুম্বই। শুরুটা দারুণ করেন পৃথ্বী শ। ৭ ওভারে মাত্র ৮৩ রান তুলে ফেলে মুম্বই। তবে আরেকজনের কথা না বললেই নয়, তিনি সুরয়ানশ শেজ। 

রাহানেদের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিনি। ১২ বলে ঝোড়ো ৩৬ রান করেন পাঞ্জাব কিংসের ৩০ লক্ষ টাকার ক্রিকেটার। সংক্ষিপ্ত ইনিংসে ছিল ৪টি ছয়, একটি চার। ১৭ তম ওভারে ২৪ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। শেষ ৪ ওভারে ৬০ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের।‌ দুই তারকা শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব রান পায়নি। ১১.১ ওভারে ১১৮ রানে ৩ উইকেট হারায় মুম্বই। তখনও ১০৪ রান দরকার ছিল। ১৫.১ ওভারে দলের ১৫৭ রানে আউট হন ছন্দে থাকা রাহানে। কিন্তু শেষদিকে শিবম দুবে (৩৭) এবং সুয়ানশ (৩৬) মিল দলকে জয়সূচক রানে পৌঁছে দেয়। জুটিতে ৬৭ রান তোলেন।