আজকাল ওয়েবডেস্ক: ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে যেতে হয়েছিল। একটুর জন্য কাপ জেতা হয়নি। তবে লন্ডনের আর এক ক্লাব টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল পিএসজি।
এটা ঘটনা মেসি, এমবাপেরা ছেড়ে যাওয়ার পর প্যারিস সাঁ জাঁ যেন আরও অপ্রতিরোধ্য। প্রথম ফরাসি ক্লাব হিসাবে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল লুইস এনরিকের ছেলেরা।
বুধবার রাতে উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা রীতিমতো টানটান উত্তেজনায় হল। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল ২–২ গোলে। পেনাল্টি শুটআউটে ৪–৩ গোলে ম্যাচ জেতে পিএসজি। নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীনে এটাই ছিল লন্ডনের ক্লাবটির প্রথম ম্যাচ। সেই ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়নদের ভালমতোই টক্কর দিয়েছে টটেনহ্যাম। ৩৯ মিনিটে ডিফেন্ডার মিকি ফন দে ফেন গোল করে টটেনহামকে এগিয়ে দেন। প্রথমার্ধ ১–০ গোলে এগিয়ে থেকে শেষ করে টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আরও একটি গোল পায় টটেনহ্যাম। ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোমেরো।
৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে টটেনহ্যাম ২–০ গোলে এগিয়ে ছিল। ইংল্যান্ডের ক্লাবটির সমর্থকরা ট্রফিজয়ের স্বপ্নও দেখা শুরু করেন। তখনই শুরু পিএসজির নাটকীয় কামব্যাক। ৮৫ মিনিটে গোল করে ব্যবধান পিএসজির মিডফিল্ডার লি কাং–ইন। এরপর রীতিমতো আক্রমণে ঝড় তুলে দেয় পিএসজি। খেলার অতিরিক্ত সময়ে উসমান দেম্বেলের বাড়ানো পাস থেকে সমতা ফেরান গঞ্জালো র্যামোস। নির্ধারিত সময়ে খেলা ২–২ গোলে শেষ হওয়ার পর শুরু পেনাল্টি শুটআউট। পেনাল্টি শুটে ৪–৩ গোলে জেতে পিএসজি।
প্রসঙ্গত, গত মরসুমে প্যারিসের ক্লাবটি অনবদ্য ফর্মে ছিল। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি ফরাসি লিগও জিতেছিল। এই মরশুমের শুরুটাও তারা ট্রফিজয় দিয়েই করল। প্রথম ফরাসি ক্লাব হিসাবে এই ট্রফিজয়ের স্বাদ পেল পিএসজি। ক্লাব বিশ্বকাপ ফাইনালে হারের দুঃখ কিছুটা হলেও ঘুঁচল।
প্রসঙ্গত, সুপার কাপের ম্যাচ হয় চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী বনাম ইউরোপা লিগের বিজয়ীদের মধ্যে। গত মরসুমে প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে শেষ করলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম। অন্য দিকে, ইন্টার মিলানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি। আর তাই এই দুই দল মুখোমুখি হয়েছিল উয়েফা সুপার কাপে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসল পিএসজি।
পেনাল্টি শুটআউটে পিএসজি–র ভিটিনহা মিস করলেও বাকি চার জনই গোল করেন। তবে টটেনহ্যামের ফান দে ভান এবং ম্যাথিস টেল গোল করতে পারেননি। নুনো মেন্দেসের গোলে ট্রফি নিশ্চিত হয় পিএসজির। তারা এ বছর ফরাসি লিগ, ফরাসি কাপ, ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে না হারলে ছ’টা ট্রফি হয়ে যেত।
এদিকে, ম্যাচের আগে গাজা এবং বিশ্বের নানা জায়গায় চলা গণহত্যার বিরোধিতা করল উয়েফা। একটা বড় ব্যানার টাঙায় তারা। তাতে লেখা ছিল, ‘শিশুহত্যা বন্ধ করো। গণহত্যা বন্ধ করো।’ সম্প্রতি বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে উয়েফা যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করছে। গাজা ছাড়াও আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন এবং ইউক্রেনে সাহায্য পাঠাচ্ছে তারা।
