আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯ বছর পর সুযোগ ছিল। কিন্তু পারল না আর্সেনাল। দুই পর্ব মিলিয়ে ৩–১ ফলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেল পিএসজি। ফাইনালে তাদের সামনে ইন্টার মিলান। খেলা ১ জুন। 


প্রথম পর্বে অ্যানফিল্ডে গিয়ে পিএসজি ১–০ হারিয়ে এসেছিল আর্সেনালকে। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পিএসজি জিতল ২–১ ফলে। দুই পর্ব মিলিয়ে জয় ৩–১ গোলে।


১ গোলে পিছিয়ে থেকে মিকেল আর্তেতার দল দ্বিতীয় পর্বে তেড়েফুঁড়ে শুরু করেছিল। কিন্তু সুযোগ নষ্ট করলে যা হওয়ার তাই হল। ২৭ মিনিটে গোল করে এগিয়ে যায় পিএসজি। গোল করেন ফাবিয়ান রুইজ। প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল পিএসজি। দ্বিতীয়ার্ধে আর একটি গোল পায় পিএসজি। ৭২ মিনিটে ২–০ করেন আশরাফ হাকিমি। ৭৬ মিনিটে বুকায়ো সাকা একটি গোল শোধ করলেও লাভের লাভ কিছু হয়নি। পিএসজি গোলের নিচে দুর্দান্ত খেলেন দোনারুমা। 


২০১৯ এর ডিসেম্বরে আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন আর্তেতা। চলতি ইপিএলে দারুণ শুরু করলেও এখন পিছিয়ে পড়েছে তারা। লিগ জিতে নিয়েছে লিভারপুল। অথচ একসময় ইপিএল জয়ের সেরা দাবিদার ধরা হচ্ছিল আর্সেনালকে। 


এবার ফস্কে গেল চ্যাম্পিয়ন্স লিগও। আর্তেতার আর্সেনাল সাফল্য বলতে ২০২০ সালে চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়।