আজকাল ওয়েবডেস্ক:‌ চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনা এখনও টাটকা। আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামীতে বিজয়োৎসবের দিন যা ঘটেছিল, তা হয়ত কখনও ভোলা যাবে না। এখনও সেই কাণ্ডের দায় ঠেলাঠেলি চলছে কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। এই যখন অবস্থা, তখন আচমকাই চিন্নাস্বামী স্টেডিয়ামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। তাদের দাবি, যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই স্টেডিয়ামে। উল্লেখ্য, বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি রয়েছে কর্নাটক সরকারের অধীনে। অন্যদিকে চিন্নাস্বামী স্টেডিয়ামের দায়িত্বে রয়েছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।


জানা গেছে, কর্নাটকের দমকল দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছিল বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিকে। সেখানে বলা হয়, অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে চিন্নাস্বামীকে যেসব নির্দেশিকা দেওয়া হয়েছিল সেগুলি কার্যকর করা হয়নি। এর আগেও অগ্নিনির্বাপক নিয়মাবলি পালনে গাফিলতির অভিযোগ উঠেছে চিন্নাস্বামীর বিরুদ্ধে। অভিযোগ সত্ত্বেও কেন স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, সেই নিয়ে বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিকে তিরস্কার করেছিল কর্নাটক হাইকোর্ট। 


প্রসঙ্গত, জানা গেছে, চলতি বছরের আইপিএল ম্যাচগুলিতেও যথাযথ সুরক্ষাবিধি মানা হয়নি চিন্নাস্বামীতে। অগ্নিনির্বাপক ব্যবস্থা কার্যকরের নির্দেশ দিয়ে একাধিকবার চিন্নাস্বামী কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। তবে কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আরসিবির ঘরের মাঠে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত জেনারেটর দিয়ে মাঠের বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন মুখ খোলেনি।