আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই সাফল্য আর সাফল্য। পর্তুগিজ মহাতারকা মানে গোলের পর গোল। কিন্তু সৌদি আরবে পা দেওয়া ইস্তক তাঁর সঙ্গে নেই ট্রফি। একটা নয়, দুটো নয়, ১৩টি টুর্নামেন্ট তিনি খেলেছেন। অথচ একটি ট্রফিও তিনি ঘরে তুলতে পারেননি। এই ট্রফি খরা কবে কাটবে কেউ জানেন না।

কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে আল ইত্তিহাদ ২-১ গোলে হারিয়ে দিয়েছে রোনাল্ডোর আল নাসেরকে। ইত্তিহাদের হয়ে প্রথম গোলটি করেন করিম বেনজিমা। বেনজিমা আর রোনাল্ডো একসময়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে কত ম্যাচ জিতেছেন তার ইয়ত্তা নেই। এদিন বেনজিমা গোল করলেও রোনাল্ডো গোল পাননি। 

শুধু রোনাল্ডো কেন, আল নাসের তো তারকা সমৃদ্ধ একটা দল। সাদিও মানে, জোয়াও ফেলিক্সের মতো খেলোয়াড়ও তো রয়েছেন। তাঁরাও পারেননি আল নাসেরকে জয় এনে দিতে। ৪৯ মিনিটে আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জন হয়ে যায় আল ইত্তিহাদ। এগারোর বিরুদ্ধে দশ-সব সময়ে সুবিধা পায় এগারো জনের দল। রোনাল্ডো-ফেলিক্সরা সুবিধা আর কোথায় করতে পারলেন! পাঁচটি শট গোললক্ষ্য করে নিয়েছিলেন রোনাল্ডো। সবক'টি লক্ষ্যভ্রষ্ট হয়। আসল নাসেরের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন গ্যাব্রিয়েল। বেনজিমার সঙ্গে ইত্তিহাদের হয়ে আরেকটি গোল করেন  হুসেম আওয়ার।

আরও পড়ুন: স্থিতিশীল শ্রেয়স, হাসপাতালেই গল্পে মশগুল নার্সদের সঙ্গে 

২০২৩ সালের জানুয়ারিতে গোটা বিশ্বকে চমকে দিয়ে আল নাসেরে এসেছিলেন রোনাল্ডো। সেই বছর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিল আল নাসের। তবে সেটি তো ফিফা স্বীকৃত টুর্নামেন্ট ছিল না। পর্তুগিজ কিংবদন্তি ১৩টি অফিশিয়াল টুর্নামেন্টে আল নাসেরের হয়ে নামেন। একটি খেতাবও জেতেননি। তিনবার ফাইনালে উঠে সবকটিতেই হেরেছেন। 

সৌদি প্রো লিগে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মরশুমে দ্বিতীয় হয়েছিল আল নাসের। গতবার হয়েছে তৃতীয়। এবার কী হবে? এখনও পর্যন্ত শীর্ষে আল নাসের। তার অর্থ এই নয় যে মরশুমের শেষে তারা শীর্ষেই থাকবে। রোনাল্ডো সব সময়ে ইতিবাচক। তিনি হেরে গেলেও সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আমরা একসঙ্গে দৃঢ়তা নিয়ে দাঁড়াই, শিখি ও সামনে এগিয়ে চলি।'' বাকি মরশুমে আল নাসের কী করে সেটাই এখন দেখার। রোনাল্ডোর জন্যও বড় পরীক্ষা। আকাশছোঁয়া অর্থের বিনিময়ে সৌদি মুলুকের ক্লাবে এলেও তিনি ক্লাবকে দিতে পারেননি একটি খেতাবও। রোনাল্ডো গোল করে চলেছেন ঠিকই কিন্তু তাঁর দল তো আর ট্রফি জিতছে না। ট্রফি জেতার জন্যই তো রোনাল্ডোকে আনা হয়েছিল সৌদির ক্লাবে।   

আরও পড়ুন: রোহিতের বিরল রেকর্ড, ‘‌বৃদ্ধ’‌ বয়সে শীর্ষে উঠে নয়া নজির গড়লেন হিটম্যান ...