আজকাল ওয়েবডেস্ক: মাইকেল প্রবিয়েশ কোচ থাকলে তিনি আর পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলবেন না রবার্ট লেভানডস্কি। তিনি নিজেই এই সিদ্ধান্ত জানিয়েছেন। পোলিশ এই স্ট্রাইকারের সিদ্ধান্তে অবাক সবাই। 

পোল্যান্ডের ফুটবলে নাটকীয় পালাবদল। লেভানডস্কির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটনায় জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন মিখাও প্রবিয়েশ। পোল্যান্ডের বিখ্যাত স্ট্রাইকারের এহেন বিস্ফোরণের চার দিনের মধ্যেই সরে দাঁড়ালেন জাতীয় দলের কোচ। 

লেভানডস্কির মতে, কোচ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা। অধিনায়কত্ব থেকে তাঁকে যে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে তিনি আহত হয়েছেন। পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গত রবিবার এক বিবৃতিতে জানায়, জাতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রবিয়েশ। 

২০১৪ সাল থেকে পোল্যান্ডের নেতৃত্বে রয়েছেন লেভানডস্কি। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ মিডফিল্ডার পিয়ত্র জেলিনস্কিকে। নেতৃত্বের হাত বদলের মিনিট
 চল্লিশের মধ্যেই লেভানডস্কি জানিয়ে দেন, এই কোচ যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন তিনি জাতীয় দলের হয়ে খেলবেন না। 

এদিকে এক সাক্ষাৎকারে পোল্যান্ডের তারকা জানান, সন্তানদের ঘুম পাড়ানোর সময়ে প্রবিয়েশ তাঁকে অল্প সময়ের জন্য ফোন করেছিলেন। তার অব্যবহিত পরেই পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে নেতৃত্ব পরিবর্তনের বিবৃতি প্রকাশিত হয়।

৫২ বছর বয়সী প্রবিয়েশ এক বিবৃতি দিয়ে জানান, এই পরিস্থিতিতে কোচের পদ থেকে  সরে যাওয়াকেই তিনি সঠিক বলে মনে করছেন।