আজকাল ওয়েবডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের মুখোমুখি ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচের আগে দলের অধিনায়ক নিকোলাস পুরান তাঁর সতীর্থদের আত্মবিশ্বাসী হয়ে লড়াই করার আহ্বান জানান। পুরান বলেন, “আমাদের কাছে সাফল্যের অর্থ হল, সবাইকে হারাতে হবে।” 

ক্যারিবিয়ান তারকা আরও বলেন, “প্লে-অফ একেবারেই ভিন্ন ধরনের ক্রিকেট, ভিন্ন ধরনের চাপ। আর আমরা সেই চাপ সামলাতে তৈরি। আগামী কয়েক দিনের জন্য আমরা মুখিয়ে আছি। তবে দল হিসেবে আমরা জানি, আমাদের কঠিন এক লড়াই করতে হবে।”

আরও পড়ুন: 'হ্যান্ডশেক কাণ্ডে' এশিয়া কাপ থেকে কি নাম প্রত্যাহার করবে পাকিস্তান? কী জানাচ্ছে পিসিবির সূত্র...

প্লে-অফে ওঠার আগে টিকেআর টানা পাঁচ ম্যাচ জিতলেও পরের তিন ম্যাচে হারের মুখ দেখে। দলের পারফরম্যান্স নিয়ে পুরান বলেন, “আসলে আমাদের জন্য এটা দুই ধরনের টুর্নামেন্ট। যখন আমরা প্রথমে ব্যাট করেছি, তখন বেশ কঠিন হয়ে পড়েছে। পাওয়ারপ্লেতে উইকেট পড়েছে, এটা আমাদের ঠিক করতে হবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমরা ভাল জয় পেয়েছি।”

তিনি আরও যোগ করেন, “আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে জিততে হবে। প্রথমে ব্যাট করলেও কিংবা কঠিন পরিস্থিতিতে খেললেও আমরা নিজেদের সুযোগ তৈরি করেছি।”

অধিনায়ক তাঁর দলের প্রতি আস্থা রেখে বলেন, “প্লে-অফে যদি প্রথমে ব্যাট করতেও হয় বা উইকেট কঠিন থাকে, আমাদের গভীর থেকে লড়াই করতে হবে। সুযোগ তৈরি করতে হবে। আমরা আমাদের বোলারদের ওপর ভরসা রাখি যে তারা কাজটা শেষ করে দেবে।”

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে গায়ানায় খেলার বিশেষ চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা মত দেন পুরান। “এখানে আসা আমাদের জন্য সহজ হয়নি গত কয়েক বছরে। গায়ানার উইকেট সবসময়ে কঠিন, প্রথম ইনিংস হোক বা দ্বিতীয়। ফ্যালকন্স আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে আগে, আর এই কন্ডিশনগুলো তারা পছন্দ করে।”

তিনি আরও বলেন, “আমাদের জন্য আসল ব্যাপার হলো ম্যাচের দিনটা। টসের ওপর আমরা ভরসা করব না। এটা একটা প্লে-অফ ম্যাচ, যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য গড়ে দেবে।”

প্রথমবার অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের আকাঙ্ক্ষা প্রসঙ্গে পুরান বলেন, “শিরোপা জেতা নিখুঁত হবে, তবে এই মুহূর্তে আমরা সেটা নিয়ে ভাবতে পারি না। আমাদের লক্ষ্য এই ম্যাচটিই, তারপর একে একে এগোনো। কিছু বিষয় আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে, কিছু নেই। আমাদের যা নিয়ন্ত্রণে আছে তা হলো আমাদের আবেগ – আর প্লে-অফে সেটাই সবচেয়ে বড় অস্ত্র।” 

আরও পড়ুন: নোংরা ভাষায় সূর্যকে আক্রমণ, পাকিস্তানের উপরে নির্যাতন চালিয়েছে ভারত, দাবি প্রাক্তন পাক তারকার