আজকাল ওয়েবডেস্ক:‌ ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ। চলতি মাসেই হবে দল নির্বাচন। এবার নির্বাচকদের কাজটা খুব কঠিন। কারণ রোহিত ও বিরাট টেস্ট থেকে অবসর নেওয়ায় এই দু’‌জনকে ছাড়াই বাছতে হবে দল। 


চলতি সপ্তাহেই অবশ্য ইংল্যান্ড সফরের জন্য ভারত এ দল বাছতে বসবেন নির্বাচকরা। পরবর্তী সপ্তাহে ঘোষণা হতে পারে ইংল্যান্ড সিরিজের দল।
আইপিএলের পারফরম্যান্স বড় হয়ে যেতে পারে দল নির্বাচনের জন্য। তবে আইপিএল শেষ হতে হতে সেই ৩০ মে বা ১ জুন। তাই নির্বাচকদের কাজটা একটু কঠিন। যদিও একটা রুপরেখা করে নিয়েছেন নির্বাচকরা। এ দলের হয়ে সফরে যেতে পারেন অভিমন্যু ঈশ্বরন। তাঁকে অধিনায়ক করা হতে পারে। এছাড়া যেতে পারেন তনুশ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, আকাশ দীপ, করুণ নায়ার। আবার ধ্রুব জুড়েল, নীতীশ কুমার রেড্ডিও এ দলের মুখ হতে পারেন।


এই ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ সিনিয়র দলে সুযোগ পেতে পারেন। এছাড়া টেস্ট দলে শিঁকে ছিড়তে পারে শার্দূল ঠাকুরের। দুই উইকেটকিপার হিসেবে দলে আসতে পারেন ধ্রুব জুড়েল ও ঋষভ পন্থ। তবে ঈষান কিষানের সম্ভাবনা কম।


শ্রেয়স আইয়ারের টেস্ট দলে ঢোকার সম্ভাবনা বেড়ে গিয়েছে। দলে সুযোগ পেতে পারেন সাই সুদর্শনও। মুকেশ কুমার, যশ দয়ালকেও নেওয়া হতে পারে। তবে সরফরাজ খান বা খলিল আহমেদের নাম এখনও অবধি নির্বাচকদের নোটবুকে নেই।