আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি আরও দু’বছর বাড়িয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা। ২০২৭ সালের জুন মাস অবধি এতিহাদে থাকছেন তিনি। তারপর? গুয়ার্দিওলা জানিয়েছেন, সিটি ছাড়ার পর ফুটবল থেকে বিরতি নেবেন তিনি। সেটা অবসর কিনা এখনও নিশ্চিত নয়।
৫৪ বছরের গুয়ার্দিওলা ২০২৭ ধরলে ১১ বছর থাকছেন সিটিতে। এর আগে কোনও ক্লাবে এতদিন কোচিং করাননি তিনি। বার্সেলোনায় কোচিং করিয়েছিলেন চার বছর। এই ক্লাবের হয়ে ফুটবলও খেলেছেন তিনি। বার্সা ছাড়ার পর বায়ার্ন মিউনিখে ছিলেন তিনবছর। তারপর থেকে আছেন নীল ম্যাঞ্চেস্টারে।
গুয়ার্দিওলা জমানায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে সিটি। ৬ বার প্রিমিয়ার লিগ জিতেছে। ২০২২–২৩ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়। সেবারই ত্রিমুকুট জয়। তবে চলতি মরসুম ভাল যায়নি সিটির।
গুয়ার্দিওলা বলেছেন, ‘সিটির সঙ্গে চুক্তি শেষ হলে থামব। এটা নিশ্চিত। জানি না অবসর নেব কিনা। তবে বিরতি তো নেবই।’
গুয়ার্দিওলা আরও বলেছেন, ‘সব কোচই জিততে চান। আমিও ব্যতিক্রম নই। তবে আমি বিশ্বাস করি আমার জমানায় বার্সেলোনা, বায়ার্ন বা সিটির খেলা দেখে ভক্তরা আনন্দ পেয়েছেন। এটা সবাই মনে রাখবে কিনা তাও জানি না। তবে এটা তো ঘটনা মারা যাওয়ার পর আমাদের পরিবার দু’দিন বা তিনদিন কাঁদবে। তারপরা আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। তোমাকে ভুলেও যাবে। কোচেদের জীবনেও ভাল ও খারাপ অধ্যায় থাকে। গুরুত্বপূর্ণ হল ভালটা দীর্ঘদিন মনে রাখা।’
সিটি এবার প্রিমিয়ার লিগে এখনও অবধি রয়েছে চার নম্বরে। গুয়ার্দিওলার কথায়, ‘এই স্বপ্নের দৌড় একদিন তো থামবেই। সব মরসুম তো আর সমান যায় না। এখন দেখতে হবে ভবিষ্যতে আরও ভাল কীভাবে খেলতে পারি।’
