আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে অপ্রত্যাশিত হারে সমালোচনার তীরে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল। বিশেষজ্ঞ থেকে ফ্যান, শান মাসুদদের তুলোধোনা করছে সবাই। দুটো টেস্টেই সব বিভাগে পাকিস্তানকে টেক্কা দেয় বাংলাদেশ। পাক বোলারদের সমালোচনার মুখে পড়তে হয়। সিরিজ হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে প্রায় ছিটকে গিয়েছে পাকিস্তান। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নেন দলের প্রাক্তন পেসার ইয়াসির আরাফাত। তিনি মনে করেন, লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি প্রয়োজন পাকিস্তানের। কিন্তু তারমধ্যে একদিনের সিরিজ আয়োজন করছে পিসিবি। তাঁর দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে যথাযথ প্রস্তুতির সময় দরকার।
আরাফাত বলেন, 'একটা সিরিজ শেষ হয়েছে। দলের দুর্বলতা প্রকট হয়েছে। ফিটনেস সমস্যা, টেকনিক সমস্যা এবং পিচ। আমি শুনলাম জেসন গিলেসপি এবং হাই পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছে। তারমধ্যে তোমরা একদিনের টুর্নামেন্ট আয়োজন করছ। এই সিদ্ধান্তগুলো বোধগম্য নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা সার্কাস। সেখানে জোকাররা আছে। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারমধ্যে একদিনের ক্রিকেটের প্রস্তুতি চলছে। শান মাসুদ সাংবাদিক সম্মেলনে বলছে পাকিস্তানের প্লেয়াররা দেড় বছরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেনি। ইংল্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজের আগে একদিনের সিরিজ খেলবে পাকিস্তান। এটা আমার কাছে সার্কাস। যারা ওখানে কাজ করছে তাঁরা জোকার। তাঁদের সিদ্ধান্ত হাস্যকর।' ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে। পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম সিরিজেই মুখ থুবড়ে পড়ে দল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে শান মাসুদরা।
