আজকাল ওয়েবডেস্ক:‌ দেশের প্রাক্তনরা যখন মহসিন নকভির অপসারণ দাবি করছেন। তিনি তখন স্বমহিমায় বিরাজমান। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হলেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন তিনি।


৩ এপ্রিল এই পদে এলেন নকভি। থাকবেন দু’‌বছর। বোর্ডের বাকি সদস্যরা ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেন। প্রসঙ্গত, জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছিলেন সাম্মি সিলভা। তাঁর জায়গায় এবার এলেন মহসিন নকভি।


এক প্রেস বিবৃতিতে নকভি বলেছেন, ‘‌আমি সম্মানিত। এশিয়ার ক্রিকেট এখনও অন্যতম সেরা। সমস্ত সদস্যদের সঙ্গে একজোট হয়ে এশিয়ার ক্রিকেটকে আরও ভাল করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’‌ তিনি আরও বলেছেন, ‘‌আইসিসি চেয়ারম্যান জয় শাহকেও ধন্যবাদ জানাই। যিনি আগে এসিসি–র পদে ছিলেন। আপাতত সুষ্ঠুভাবে এশিয়া কাপ আয়োজন করাই হবে লক্ষ্য।’‌


প্রসঙ্গত, সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসবে ভারতে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির নাম ভেবে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আবার গোটা টুর্নামেন্টও সেই দেশে হতে পারে। এটা ঘটনা চুক্তি অনুযায়ী, আপাতত ভারত পাকিস্তানে কিংবা পাকিস্তান ভারতে এসে একে অপরের বিরুদ্ধে খেলবে না আইসিসি ট্রফিতে। নিরপেক্ষ ভেন্যুতে হবে ম্যাচ। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত–পাক ম্যাচ হয়েছিল দুবাইয়ে।