আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ের পর পিচ নিয়ে খোঁচা প্যাট কামিন্সের। অধিনায়ক শুভমন গিলের অধীনে বার্মিংহ্যামের মিথ ভেঙে ৩৩৬ রানে বিশাল জয় পায় ভারত। টেস্ট ইতিহাসে যা প্রথম। হাই স্কোরিং ম্যাচ ছিল। ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। সেখানে মাত্র ২৭১ রানে শেষ হয়ে যায় বেন স্টোকসদের ইনিংস। ভারত-ইংল্যান্ড টেস্টের পাশাপাশি চলছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টও। অজিদের জয়ের পর এজবাস্টন টেস্টের পিচ নিয়ে কামিন্সকে প্রশ্ন করা হয়। তার মজাদার উত্তর দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স বলেন, 'কে বোলার হতে চাইবে? আমি তো চাইব না। হয়ত মার্নাস চাইতে পারে। আমি সিরিজের দিকে নজর রাখব। ওখানে কে বোলার হতে চাইবে? ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তৃতীয় পাটা উইকেট।' 

বৃহস্পতিবার থেকে শুরু তৃতীয় টেস্ট। তবে লর্ডসের উইকেট পেস সহায়ক হবে। তেমনই ইঙ্গিত দেন এমসিসির প্রধান গ্রাউন্ডসম্যান কার্ল ম্যাকডারমট।‌ জানান, ব্রেন্ডন ম্যাকালাম এমন উইকেট চেয়েছে যা ফাস্ট বোলারদের সাহায্য করবে। উইকেটে যাতে প্রাণ থাকে। মঙ্গলবার প্রথম দিনের অনুশীলনে নেমেই উইকেট দেখতে যান গৌতম গম্ভীর। সবুজ উইকেট। পুরো ঘাসে ভরা। সোমবার বিশ্রামের পর মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করে দেয় টিম ইন্ডিয়া। উইকেট পর্যবেক্ষণের পর, নিজের কোচিং স্টাফের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা যায় গম্ভীরকে।